অর্ধবৃত্ত

লেখক: সাদাত হোসাইন

বিষয়: কথাসাহিত্য

৪৭২.০০ টাকা ২০% ছাড় ৫৯০.০০ টাকা

বইয়ের বিবরণ

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

সাদাত হোসাইন

স্নাতকোত্তর, নৃবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাদাত হোসাইন নিজেকে বলেন গল্পের মানুষ। তাঁর কাছে চারপাশের জীবন ও জগত, মন ও মানুষ সকলই গল্প। তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য, গান থেকে কবিতা- উপন্যাস-নাটক, সৃজনশীল এই প্রতিটি মাধ্যমই মূলত গল্প বলে। গল্প বলার সেই আগ্রহ থেকেই একের পর এক লিখেছেন- আরশিনগর, অন্দরমহল, মানবজনম, নিঃসঙ্গ নক্ষত্র, নির্বাসন, ছদ্মবেশ, মেঘেদের দিন ও অর্ধবৃত্তের মতো তুমুল জনপ্রিয় উপন্যাস। ‘কাজল চোখের মেয়ে’, তোমাকে দেখার অসুখ'সহ দারুণ সব পাঠকপ্রিয় কবিতার বই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বোধ, দ্য শুজ, প্রযত্নের পাশাপাশি' নির্মাণ করেছেন 'গহীনের গান' এর মতো ব্যতিক্রমধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও। জিতেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার পুরস্কার, এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার, পশ্চমিবঙ্গের চোখ সাহত্যি পুরস্কার, শুভজন সাহিত্য সম্মাননা ও এক্সিম ব্যাংক- অন্যদিন হুমায়ূন আহমদে সাহিত্য পুরস্কার ২০১৯। তাঁর জন্ম ১৯৮৪ সালের ২১ মে, মাদারীপুর জেলার, কালকিনি থানার কয়ারিয়া গ্রামে।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
৪(১)
  • (০)
  • (১)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন

Noor Yeasmin

২৮ Feb, ২০২৩ - ১১:৪৫ AM

"অর্ধবৃত্ত"-এক মনস্তাত্ত্বিক দ্বন্দের গল্প।এই উপন্যাসটিতে সাদাত হোসেন বর্তমান সমাজের সত্য কাহিনি অবলম্বনে লেখেছেন। এই বইয়ে সেই সব সম্পর্কেরই উদাহরণ দেয়া হয়েছে যেন সমাজের কঠিন বাস্তবতা। একটা পরিবারকে কেন্দ্র করে মূলত এই অর্ধবৃত্তের কাহিনী।যে গল্পের শুরু হয়েছে একটা নিষিদ্ধ সম্পর্ককে ঘিরে কিন্তু শেষটায় যে একটা থ্রিলিং এর ব্যাপার আছে যা চমকে দিবে।পরিবারটির আবরণ বাহিরের যত সুখী, ভেতরটা ততই অসম্পূর্ণ। বৈধ অবৈধ সম্পর্কের জটিল বেড়া জলে।একটু শান্তি ও সুখের খোঁজে, তারা তাদের শান্তির সন্ধানে পাখি হয়ে উড়তে চায়। কিন্তু সবার আবারো বন্দী হতে হলো। কেউ সঠিক পথে এগোতে পারিনি। এটি মূলত মুনিয়ার গল্প।প্রবল ব্যক্তিত্বের অধিকারী মুনিয়া বাড়ির দায়িত্বশীল মেজোবউ,ঋদ্ধির মা,প্রভাবশালী একটি ইংরেজি মাধ্যমের স্কুলের প্রধান শিক্ষক। মুনিয়া নিজেকে সমাজের জাল থেকে বেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল কিন্তু তা করতে গিয়ে করতে তার এবং জাফর সাথে বৈবাহিক সম্পর্কে আগ্রহ হারিয়ে সে জড়িয়ে পড়েছে অবৈধ সম্পর্ক। তবু রাফির কাছে এলে সে যেন হয়ে উঠে নব্য প্রেমে পরা ষোড়শী কিশোরী,অভিমানি এক প্রেমিকা।মুনিয়া আর রাফির অসম বয়সী প্রেম। কেন্দ্রীয় চরিত্রে তারা থাকলেও আস্তে আস্তে সেখানে জায়গা করে নেয় ঋদ্ধি, নাবিলা-সাজ্জাদ, নাদিয়া-শফিক, দিপু- সুমি, আসফাক - আফসানাসহ আরো অনেকে।মানুষের সম্পর্কগুলো বিচিত্র । সময়ের ব্যবধানে এই সম্পর্কে পরিবর্তনও আসে।জীবনের সবচেয়ে সহজ ও জটিল সমীকরণের নাম সম্পর্ক। এই বইয়ের প্রতিটা সংলাপেই যেন জীবনের গভীরতা খুঁজে পাওয়া যায়। যেমন, লেখক এই উপন্যাসের মধ্যে একটি প্রশ্ন ফুটিয়ে তুলেছেন, "প্রশ্ন হচ্ছে, সেই জীবন কী, পূর্ণ না অর্ধবৃত্ত?" এবং সাদাত হোসেন বইয়ের সংলাপের মধ্যে মুনিয়া কে উদ্দেশ্য করে রাফির বলা"শরীরের জন্য ভালোবাসি "কথাটা যেকোনো পাঠককে ভাবাতে বাধ্য করবে। এমন অসংখ্য ছোট ছোট আবেগ অনুভূতির সংকলন এই "অর্ধবৃত্ত" পাঠককে বারবার ভাবতে বাধ্য করবে জীবন নিয়ে। লেখকের কিছু কথা: জীবনের সবচেয়ে সহজ এবং জটিল সমীকরণের নাম সম্পর্ক। মানুষ জন্মায় সবচেয়ে সহজ সম্পর্ক নিয়ে। যেখানে ভান নেই, কপটতা নেই, জটিল সব হিসেব-নিকেশ, সমীকরণ নেই। কিন্তু বাকিটা জীবন সে জটিল থেকে জটিলতর সম্পর্কের গলিখুঁজিতে ঘুরে বেড়ায়। এই সময়ে সে সবচেয়ে বেশি বিভ্রান্ত হতে থাকে। তার কেবলই মনে হতে থাকে, সে তার চারপাশের জগত্তাকে চিনতে পারছে।কিংবা চিনতে পারছে না নিজেকেই। সম্পর্কের সংযােগ থেকেই শুরু হয় নানাবিধ সংকট। যে চার দেয়ালের ঘর বন্ধন তৈরি করে, সেই দেয়ালই আবার হয়ে ওঠে বিভেদের বেড়াজাল। তাহলে ‘অর্ধবৃত্ত’ আসলে কী? সাদাত হোসাইন তার অর্ধবৃত্তে পাঠককে ভালোবাসা আর সম্পর্কের সাথে জীবন আসলে পূর্ণ না কি অর্ধপূর্ণ তার পরিচয় করাতে এসেছেন।অর্ধবৃত্ত" আপনাকে জানাবে জীবন কেন অর্ধবৃত্ত,জীবন কেন এবং কিসের অভাবে পরিপূর্ণ হয়ে উঠতে পারেনা। তিনি তার সঠিক দৃষ্টান্তও এই বইয়ের পাতায় ফুটিয়ে তুলেছেন।বইটি প্রকাশ করেছে অন্যধারা।প্রচ্ছদ এঁকেছেন জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু। ব্যক্তিগত রেটিং: ৮/১০ #প্রথমাডটকম_কথাপ্রকাশ_বই_রিভিউ_প্রতিযোগিতা