খুব ভালো মেয়ে ফুলকলি। বঙ্গোপসাগরের তীরে কুয়াকাটায় ওদের বাড়ি। সে সমুদ্র থেকে মাছের পোনা সংগ্রহ করে। সেগুলো বিক্রি হয়। এভাবে সে সাহাঘ্য করে বাবা-মাকে। এলাকার অনেক ছেলেমেয়ে ওর বন্ধু। বন্ধু পশু-পাখি. কীট-পতঙ্গ। ওরা বলে, ফুলকলি, তোমার কাজ তো পোনা ধরা না, লেখাপড়া করা। কিন্তু বললেই তো হলো না! ফুলকলি একদিন ওর বন্ধুদের নিয়ে স্কুলের হেডস্যারের কাছে যায়। স্যার ওদের স্কুলে ভর্তি করে নেন। ফুলকলি ভালো করে পড়াশোনা করে আর স্বপ্ন দেখে। নানারকম স্বপ্ন। স্বপ্ন দেখে সে একদিন অ-নে-ক বড় হবে। কত বড়? এসব স্বপ্নের কথা আছে এ উপন্যাসে। পশু-পাখি, কীট-পতঙ্গ আর ছোট ছেলেমেয়েদের নিয়ে চমৎকার এক গল্প বলেছেন লেখক।
বইয়ের বিবরণ
- শিরোনাম ফুলকলি প্রধানমন্ত্রী হবে
- লেখক সেলিনা হোসেন
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৮৭৬৫৬৮৫
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

সেলিনা হোসেন
জন্ম ১৪ জুন ১৯৪৭, রাজশাহী শহরে। ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে লেখালেখির সূচনা। প্রথম গল্পগ্রন্থ বেরোয় ১৯৬৯ সালে। অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে—উপন্যাস: গেরিলা ও বীরাঙ্গনা, দিনকালের কাঠখড়, হাঙর নদী গ্রেনেড, মগ্ন চৈতন্যে শিস, নীল ময়ূরের যৌবন, কালকেতু ও ফুল্লরা; গল্পগ্রন্থ: উৎস থেকে নিরন্তর, জলবতী মেঘের বাতাস, খোল করতাল প্রভৃতি। দেশে ও বিদেশের কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাঁর রচনা পাঠ্য। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও রাষ্ট্রীয় একুশে পদক। শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন দুবার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা থেকে ডি.লিট উপাধি পেয়েছেন।