১৮০.০০ টাকা ৪০% ছাড় ৩০০.০০ টাকা

বাবার নিপীড়ন, নির্যাতনে অতিষ্ঠ মা ঘর থেকে পালিয়ে গেছে আরেকজনের হাত ধরে। ঘরে আসে সৎমা। সৎমায়ের ভাইয়ের যৌন নির্যাতন থেকে রেহাই পেতে ভাইসহ আশ্রয় নেয় সৎবাবার কাছে। সৎবাবার হাত থেকেও রেহাই পায় না নিরুপায় এই কিশোরী। একদিন রণচণ্ডী হয়ে ওঠে বালিকা। দা দিয়ে এলোপাতাড়ি কোপায় সৎবাবাকে। তারপর রুদ্ধশ্বাস পলায়ন। ছুটছে, ছুটছে। ছুটতে ছুটতে কত দূর যাবে সে, কোথায় নিস্তার তার? একটানে পড়ে ফেলার মতো বই।

পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

সিডনির শহরতলিতে মণি আর রাকিবের ছিমছাম জীবন। একদিন সেখানে অবিশ্বাসের ঢেউ আছড়ে পড়ে আর মণিকে মনে মনে ফিরিয়ে নেয় অতীতে, নিজের দেশে যেখানে মা-বাবার সংসারের মধ্যেই মণি আর তার ভাই রনির ছিল নিজস্ব সংসার। কুড়িয়ে আনা পাথরকুচির পাতায় যেখানে ধীরে ধীরে শিকড় ছাড়ত, যেখানে সুতো কেটে বানানো সেমাই তারা কাঠি দিয়ে নেড়ে রাঁধত, ইটের গুঁড়োয় যেখানে জাফরানি রং হতো, যেখানে পুতুলেরা খিদের জ্বালায় অস্থির হলেও সার বেঁধে লক্ষ্মী হয়ে বসে থাকত। আবার সেখানেই কেউ মণিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিত—  তারপর শক্ত শরীরটা তাকে ডলে পিষে ফেলত। সাপের ফণার মতো উদ্যত হাতকে মণি আতঙ্ক আর ধৈর্য দিয়ে মোকাবিলা করেছে। কখনো হিংসÊতাই হয়ে উঠেছে তার আত্মরক্ষার একমাত্র উপায়। একসময় নিজের ভাইকে হারাল, বুঝতে না-বুঝতেই হারাল শৈশব-কৈশোর। পায়ে পায়ে বিপদ আর বাধা। তবু এগিয়ে চলার অদম্য আকাঙ্ক্ষায় ভাটা পড়েনি। নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প আর রাকিবের সঙ্গে পথচলা এগিয়েছে একযোগে। অথচ আজ রাকিবের বিরুদ্ধেই শিশু নির্যাতনের অভিযোগ। ওদিকে রাকিব ঘুরেফিরে আশ্রয় খোঁজে মণির কাছেই। সামাজিক পীড়ন আর বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে দীর্ণ মণির এখন  অন্য রকম লড়াই।

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন