আধুনিক বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ। তাঁর সম্পর্কে পাঠকের জানার আগ্রহ থাকলেও সে আগ্রহ নিবৃত্তির সুযোগ খুব কম। সৈয়দ ওয়ালীউল্লাহর আত্মীয়, বন্ধুবান্ধব ও সমসাময়িক বিশিষ্টজনদের সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে তাঁর ব্যক্তিজীবন এবং মানস-পরিচয় তুলে ধরেছেন গবেষক সৈয়দ আবুল মকসুদ। ওয়ালীউল্লাহ সম্পর্কে অনেক তথ্য এই প্রথমবারের মতো তুলে ধরা হলো এ বইয়ে।
বইয়ের বিবরণ
সৈয়দ ওয়ালীউল্লাহ আমাদের সাহিত্যের এক শীর্ষ ও অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব। অল্প কয়েকটি রচনা দিয়েই তিনি আমাদের সাহিত্যে তাঁর স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর সম্পর্কে পাঠকের জানার আগ্রহ তাই অত্যধিক। যদিও সে আগ্রহ নিবৃত্তির সুযোগ খুব কম। তিনি নিজে তাঁর ব্যক্তিজীবন ও অভিজ্ঞতা সম্পর্কে আলাদাভাবে কিছু লিখে যাননি। এ অবস্থায় সৈয়দ ওয়ালীউল্লাহর স্বজন, বন্ধুবান্ধব ও সমসাময়িক বিশিষ্টজনদের সাক্ষাৎকার এবং আলাপচারিতার ভিত্তিতে তাঁর ব্যক্তিজীবন, সমাজ ও সমকাল এবং মানস-পরিচয় এই বইটিতে তুলে ধরেছেন গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ। একইসঙ্গে গবেষণা ও স্মৃতিকথাধর্মী এই বই পাঠে পাঠক ওয়ালীউল্লাহ সম্পর্কে অনেক তথ্য এই প্রথমবারের মতো জানতে পারবেন। কয়েকটি দুর্লভ ছবিও বইটিকে সমৃদ্ধ করেছে।
- শিরোনাম স্মৃতিতে সৈয়দ ওয়ালিউল্লাহ
- লেখক সৈয়দ আবুল মকসুদ
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন 9789849074700
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

সৈয়দ আবুল মকসুদ
জন্ম মানিকগঞ্জে, ১৯৪৬ সালে। বাংলাদেশের বিশিষ্ট লেখক-গবেষক, জনপ্রিয় কলামিস্ট, পরিবেশ ও সামাজিক আন্দোলনে নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী। তাঁর উল্লেখযোগ্য গ্রন্েথর মধ্যে রয়েছে: কবিতা: বিকেলবেলা, দারা শিকোহ ও অন্যান্য কবিতা ; প্রবন্ধ: যুদ্ধ ও মানুষের মূর্খতা, বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার, পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব ও দর্শন, ঢাকায় বুদ্ধদেব বসু প্রভৃতি; জীবনী: সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্য, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, গোবিন্দচন্দ্র দাসের ঘর-গেরস্থালি ; ভ্রমণকাহিনি: জার্মানীর জার্নাল, পারস্যের পত্রাবলি। বাংলাদেশে গান্ধী-গবেষণার পথিকৃৎ। তাঁর গান্ধী-বিষয়ক গ্রন্থ: Gandhi, Nehru and Noakhali ও Gandhi Camp। চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। বাংলা একাডেমি পুরস্কার, ঋষিজ পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। মৃত্যু: ২৩ ফেব্রুয়ারি ২০২১