বাংলাভাষীদের কাছে শাহ আবদুল করিম এক কিংবদন্তির নাম। একই সঙ্গে বাউল ও গণসংগীতের মাধ্যমে মুগ্ধতার পরশ বুলিয়ে দিয়েছেন তিনি তাঁর অগণিত শ্রোতার মনে। এই বই সেই কিংবদন্তি-নায়কের জীবন ও কর্মগাথা। লেখকের নির্মোহ ও নিবিষ্ট দৃষ্টিতে বাউলগানের এই মহান শিল্পীর জীবন ও সাধনার বিশদ বিবরণ প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হয়েছে বইটিতে। ২০১৬ সালে করিমের জন্মের শতবর্ষ পূর্ণ হবে, এ সময়ে তাঁকে জানতে-বুঝতে সহায়ক হবে এই বই।
বইয়ের বিবরণ
বাউলসাধক শাহ আবদুল করিম (১৯১৬-২০০৯) জীবদ্দশাতেই দেশ-বিদেশের বাংলাভাষী মানুষের কাছে পেয়েছিলেন কিংবদন্তির মর্যাদা। গ্রাম্য এক রাখাল-বালক কীভাবে বাউলগানের কিংবদন্তিতে পরিণত হলেন, তারই অনুপুঙ্খ বিশ্লেষণ রয়েছে শাহ আবদুল করিম: জীবন ও গান গ্রন্েথ। একজন বাউলসাধকের জীবনবৃত্তান্তই শুধু নয়, একই সঙ্গে ঘটনাপরম্পরায় দেশভাগ, যুক্তফ্রন্টের নির্বাচন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলন হাওরাঞ্চলের মানুষকে কীভাবে প্রভাবিত করেছিল এবং করিম কীভাবে নিজেকে সেসবে সম্পৃক্ত করেছিলেন, তার বৃত্তান্ত রয়েছে বইটিতে। তাঁর বর্ণাঢ্য জীবনের অনেক অজানা তথ্য হয়তো পাঠক এ বইটি পাঠেই প্রথমবারের মতো জানতে পারবেন। করিমের জীবনকথা, তাঁর সৃষ্টির পরিচিতি ও ব্যাখ্যা, নির্বাচিত গান, জীবনপঞ্জি, সাক্ষাৎকার ও কিছু দুর্লভ আলোকচিত্র—সব মিলিয়ে শাহ আবদুল করিম: জীবন ও গান গ্রন্থটি হয়ে উঠেছে করিম-বিবেচনার এক অনবদ্য দলিল।
- শিরোনাম শাহ আব্দুল করিম: জীবন ও গান
- লেখক সুমনকুমার দাশ
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯১২০৩৭৭
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
সুমনকুমার দাশ
জন্ম ১৯৮২ সালের ১২ সেপ্টেম্বর, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সুখলাইন গ্রামে। কম্পিউটার-বিজ্ঞান ও প্রকৌশলের ছাত্র ছিলেন। বর্তমানে কাজ করছেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি হিসেবে। আগ্রহ ও চর্চার প্রধান বিষয় ফোকলোর ও সংগীত-সংস্কৃতি। গ্রামাঞ্চল ঘুরে প্রাচীন ও বিলুপ্তপ্রায় গান সংগ্রহ করেন। তাঁর ব্যক্তিগত সংগ্রহে নানা ধারা-উপধারার অজস্র লোকগান রয়েছে। রচিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা চল্লিশের বেশি। এর মধ্যে বাংলাদেশের বাউল-ফকির: পরিচিতি ও গান, বাংলাদেশের ধামাইল গান, বাউলকোষ, বাউলসাধনা লালন সাঁই ও অন্যান্য, লোকভাবন, লোকগান লোকসংস্কৃতি, বেদে-সংগীত, আমাদের শান্তিনিকেতন উল্লেখযোগ্য। তাঁর সম্পাদনায় অনিয়মিতভাবে বেরোচ্ছে গানের কাগজ দইয়ল।