শামসুর রাহমান লিখেছেন, ‘কাইয়ুম চৌধুরীর আবির্ভাবের সঙ্গে সঙ্গেই আমাদের প্রচ্ছদশিল্পে স্পন্দিত হলো অভিনবত্ব। এই প্রথমবারের মতো এখানকার প্রচ্ছদশিল্পে প্রকৃত আধুনিকতা দেখা দিল প্রবলভাবে। প্রায় তাঁর একার প্রচেষ্টায় এ দেশের গ্রন্থাবলির অঙ্গসজ্জায় ঘটে গেল রুচির ঋতুবদল।’ আরও লিখেছেন, ‘বাংলাদেশ গান গায় তাঁর চিত্রে।’ শিল্পী কাইয়ুম চৌধুরীর এই হয়ে ওঠার ইতিহাস এবং তাঁর শিল্পীসত্তার নানা দিক সম্পর্কে জানার জন্য আকর্ষণীয় ও নির্ভরযোগ্য একটি বই।
বইয়ের বিবরণ
কাইয়ুম চৌধুরী (১৯৩২-২০১৪) বাংলাদেশের চিত্রকলা-জগতের প্রথম প্রজন্মের প্রধান শিল্পীদের একজন। ছয় দশক ধরে তাঁর সৃষ্টিসম্ভারে শোভিত করে গেছেন বাংলাদেশের প্রকাশনাশিল্পকে। এ দেশে বই, পত্রিকার প্রচ্ছদ ও অলংকরণের ক্ষেত্রে বলা যায় তিনি একাই তাঁর তুলনা। তাঁর শিল্পকর্মে দেশ ও মাটির গন্ধ পাওয়া যায়। এখানে তিনি অন্য অনেকের চেয়ে স্বতন্ত্র। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পল্লিপ্রকৃতি আর নারীর সৌন্দর্য তাঁর চিত্রে বিশেষ দ্যোতনা নিয়ে উপস্থিত। সৌন্দর্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বাল্যকালেই তাঁকে শিল্পচর্চার দিকে আকৃষ্ট করে। আর আজীবন সে লক্ষ্যেই ছিল তাঁর নিরন্তর পথচলা। সৌন্দর্যের প্রতি এই আকর্ষণের পাশাপাশি নন্দনতাত্ত্বিক উৎকর্ষ অর্জনের আকাঙ্ক্ষা তাঁকে ক্রমশ এগিয়ে নিয়েছে সার্থকতার দিকে। বাল্যবয়স থেকে সংগীতানুরাগ ও চলচ্চিত্রানুরাগ তাঁর শিল্পচেতনা নির্মাণে রেখেছে তাৎপর্যপূর্ণ ভূমিকা। পাঠক এ বইতে কাইয়ুম চৌধুরীর সেই শিল্পী হয়ে ওঠার ইতিহাসের সঙ্গে গভীরভাবে পরিচিত হতে পারবেন।
- শিরোনাম কাইয়ুম চৌধুরী : শিল্পীর একান্ত জীবন কথা
- লেখক সৈয়দ আজিজুল হক
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯১২০৩৬০
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

সৈয়দ আজিজুল হক
জন্ম ১৯৫৯ সালের ৩০ এপ্রিল, বর্তমান পিরোজপুর জেলার সেহাঙ্গল গ্রামে। পড়ালেখা সেহাঙ্গল উচ্চবিদ্যালয়, বিএম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লাভ করেছেন এমফিল ও পিএইচডি ডিগ্রি। শিক্ষকতায় নিয়োজিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে; বর্তমানে বাংলা বিভাগের অধ্যাপক। প্রকাশিত গ্রন্থ: দীনেশচন্দ্র সেন (১৯৯০), ময়মনসিংহের গীতিকা: জীবনধর্ম ও কাব্যমূল্য (১৯৯০), মানিক বন্দ্যােপাধ্যায়ের ছোটগল্প: সমাজচেতনা ও জীবনের রূপায়ণ (১৯৯৮), জীবনানন্দের শুভ-অশুভের দ্বন্দ্ব ও বিবিধ প্রবন্ধ (২০০৬), মন ও মনন (২০১১)। শিল্পকলাবিষয়ক গ্রন্থ: জয়নুল আবেদিন: সৃষ্টিশীল জীবনসমগ্র (২০১৫) কামরুল হাসান: জীবন ও কর্ম (১৯৯৮), কামরুল হাসান (২০০৩), সফিউদ্দীন আহমেদ (২০১৩)। সম্পাদিত গ্রন্থ: দীনেশচন্দ্র সেন-সংকলিত মৈমনসিংহ-গীতিকা (১৯৯৯), আবদুল হকের স্মৃতি-সঞ্চয় ১ ও ২ (২০০৩ ও ২০০৫), রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চিঠিপত্র (২০০৮), বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা (২০১০)।