গণিতের কিছু প্রশ্নের সমাধান প্রথমে মনে হয় খুব সহজ, কিন্তু একটু চিন্তা করলে দেখা যায় ব্যাপারটা অন্য রকম। যেমন, আপনার বন্ধু প্রশ্ন করলেন, রিনির বয়স যখন ৩ বছর, তখন তার ভাইয়ের বয়স রিনির বয়সের ৩ গুণ। এখন রিনির বয়স ১৪ হলে ভাইয়ের বয়স কত? এর উত্তরে আপনি হয়তাে চট করে বলবেন, এটা কোনাে প্রশ্ন। হলাে? বয়স তাে ৩ গুণ, বলাই আছে। তাহলে এখন ভাইয়ের বয়স নিশ্চয়ই ৪২। না, ভুল হয়ে গেল। কারণ, রিনির ৩ বছর বয়সের সময় তার ভাইয়ের বয়স ছিল ৯। বয়সের পার্থক্য ছিল ৬। এখন দুজনেরই বয়স বেড়েছে। কিন্তু বয়সের পার্থক্য তাে একই, সেই ৬ বছরই। তাহলে রিনির বয়স যখন ১৪, ভাইয়ের বয়স (১৪ ৬) = ২০ বছর, ৪২ নয়! যুক্তি দিয়ে কোনাে প্রশ্নের সমাধান বের করার মধ্যে আনন্দ আছে। সরস গণিত বইটি সেই আনন্দ দেবে। শুধু তা-ই নয়, এর বেশি কিছুও পাওয়া যাবে। গণিতের এ ধরনের সমস্যার সমাধান বের করার জন্য যখন আমরা চিন্তাভাবনা করি, যুক্তি দিয়ে বিশ্লেষণ করি, তখন মস্তিষ্কে নতুন নতুন নিউরন-সংযােগ তৈরি হয়। এভাবে যৌক্তিক চিন্তাভাবনার নতুন নেটওয়ার্ক গড়ে উঠতে থাকে। এই প্রক্রিয়া মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায়। ফলে গণিতের এ ধরনের চর্চা করলে আলঝেইমার রােগের আশঙ্কা কমে। বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় এটা জানা গেছে। সরস গণিত বইটি গণিতের বই যেমন, তেমনি গণিতের বইয়ের চেয়ে বেশি কিছু।
বইয়ের বিবরণ
- শিরোনাম সরস গণিত
- লেখক আব্দুল কাইয়ুম
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৫২৫০৩৮২
- মুদ্রণ 1st Published, 2019
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা ১২৭
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
আব্দুল কাইয়ুম
জন্ম ঢাকায়। ঢাকায়ই লেখাপড়া। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি। আগাগোড়া মেধাবী ছাত্র। ১৯৬৫ সালে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে মেধাতালিকায় দ্বিতীয়। বিজ্ঞানী হওয়ার ইচ্ছে ছিল। সেটা হয়নি। ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আইয়ুববিরোধী আন্দোলনের জন্য কলেজ থেকে বহিষ্কৃত হন। উনসত্তরের গণ-অভ্যুত্থানে ছাত্রনেতা হিসেবে প্রথম সারিতে ছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দেন। বর্তমানে প্রথম আলোর সহযোগী সম্পাদক। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ। বিজ্ঞান ও চলতি রাজনীতি বিষয়ে পত্রিকায় নিয়মিত লেখেন। প্রায় ২০টি বই বেরিয়েছে। উল্লেখযোগ্য বই গণিতের জাদু, বিজ্ঞানের রাজ্যে কী ও কেন, কার্যকারণ, শত প্রশ্ন, জানা অজানা, প্রশ্ন আর প্রশ্ন, আরও প্রশ্ন, বিজ্ঞানের রাজ্যে যত প্রশ্ন।