আসিফ নজরুল একজন পাঠকনন্দিত কলামিষ্ট ও লেখক। গত ছয়বছরে (২০১৪-১৯) প্রকাশিত তার সবচেয়ে উল্লেখযােগ্য লেখাগুলাে সংকলিত হয়েছে এই বইটিতে। এতে ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন বিষয়ক বহু বিশ্লেষন রয়েছে। রয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক, গুম-নির্যাতন, রাজনৈতিক সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে অকপট আলােচনা। এই সময়ের বাংলাদেশকে বােঝার জন্য বইটি একটি অনন্য দলিল।
বইয়ের বিবরণ
- শিরোনাম আওয়ামী আমল
- লেখক আসিফ নজরুল
- প্রকাশক অনন্যা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আসিফ নজরুল
জন্ম ১৯৬৬ সালে, পুরান ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ১৯৯১ সাল থেকে শিক্ষকতা করছেন। আন্তর্জাতিক আইনে পিএইচডি করেন লন্ডন থেকে। এরপর জার্মানি ও ইংল্যান্ডে কিছুদিন কাজ করেছেন পোস্টডক্টরাল ফেলো হিসেবে। সাংবাদিক হিসেবে একসময় খ্যাতি অর্জন করেন। বর্তমানে কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বহুল পরিচিত। তাঁর প্রথম গল্প ছাপা হয়েছিল প্রায় ৩০ বছর আগে। দীর্ঘ বিরতির পর কয়েক বছর ধরে আবার সৃজনশীল লেখালেখি করছেন । প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত তাঁর উপন্যাস ‘অসমাপ্তির গল্প’, ‘বেকার দিনের প্রেম’, ‘উধাও’ ও ‘ঘোর’ পাঠকনন্দিত হয়েছে। ২০২০ সালে প্রকাশিত তাঁর ‘মানবাধিকার’ গ্রন্থটিরও হয়েছে একাধিক মুদ্রণ। ‘সংসার’ তাঁর প্রথম গল্পগ্রন্থ।