স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের আইনশৃঙ্খলা-পরিস্থিতির উন্নয়নের জন্য জাতীয় রক্ষীবাহিনী নামে নতুন একটি বাহিনী গঠন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রক্ষীবাহিনীকে বিলুপ্ত করে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আত্তীকরণ করা হয়। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে আলোচনা-সমালোচনার একটি কেন্দ্রবিন্দু ছিল রক্ষীবাহিনী। সে আলোচনা-সমালোচনা এখনো শেষ হয়নি। লেখক আনোয়ার উল আলম গঠন-প্রক্রিয়া থেকে শুরু করে সেনাবাহিনীর সঙ্গে আত্তীকরণ পর্যন্ত রক্ষীবাহিনীর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এ বইয়ে তাঁর ভাষ্যে উন্মোচিত হয়েছে রক্ষীবাহিনী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নানা অজানা কথা।
বইয়ের বিবরণ
সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের প্রথম দিকে সরকার মুক্তিবাহিনীর সদস্যদের নিয়ে গঠন করেছিল জাতীয় রক্ষীবাহিনী। এ বাহিনীর কাজ ছিল যুদ্ধবিধ্বস্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা। রক্ষীবাহিনী এসব জাতীয় দায়িত্ব পালনে সর্বাত্মক কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু এর কর্মকাণ্ড নিয়ে নানা তর্ক-বিতর্ক শুরু হয়। এসবের কতটা সত্য আর কতটা নিছক প্রচারণা? গ্রন্েথর লেখক আনোয়ার উল আলম গঠন-প্রক্রিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত এই বাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। রক্ষীবাহিনী নিয়ে যেসব প্রশ্ন ও বিতর্ক রয়েছে, তিনি সেসব নিয়ে আলোচনা করেছেন। এ বই আমাদের জাতীয় ইতিহাসের উত্থান-পতনময় কালপর্বের তাৎপর্যপূর্ণ দলিলবিশেষ।
- শিরোনাম রক্ষীবাহিনীর সত্য-মিথ্যা
- লেখক আনোয়ার উল আলম
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন 9789849025399
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আনোয়ার উল আলম
জন্ম ১৯৪৭, টাঙ্গাইল শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে টাঙ্গাইলে আঞ্চলিক মুক্তিবাহিনী সংগঠনে তাঁর ভূমিকা অনন্য। স্বাধীনতার পর সরকার জাতীয় রক্ষীবাহিনী গঠন করে। তিনি লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় এ বাহিনীর উপপরিচালক (প্রশিক্ষণ) ছিলেন। ১৯৭৫ সালের অক্টোবরে এ বাহিনী বিলুপ্ত করে বাংলাদেশ সেনাবাহিনীতে আত্তীকরণ করা হয় এবং তিনি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পুনর্নিয়োগ পান। কয়েক বছর পর তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর তিনি বিদেশে বাংলাদেশ মিশন ও দূতাবাসে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত।
আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন
Zubair Hossain
২৫ Jul, ২০২১ - ৫:০১ PM
লেখক, বেশ কিছু যৌক্তিক আলোচনার অবতারণা করেছেন। তবে একই কথা অনেক জায়গায় রিপিট করেছেন।