পালোমিনো মোলারোকে খুন করল কে ?
লেখক: মারিয়ো বার্গাস য়োসা, রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদক)
বিষয়: অনুবাদ, রহস্য–রোমাঞ্চ, গোয়েন্দা ও ভৌতিক
২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়ো বার্গাস য়োসার গোয়েন্দা উপন্যাস পালোমিনো মোলেরোকে খুন করল কে?। বিশ শতকের পাঁচের দশকের পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলবর্তী মরুশহর পিউরায় একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এ উপন্যাসের কাহিনি আবর্তিত। মরীচিকার মতো আবেশসঞ্চারী এক বাস্তব প্রেক্ষাপটে দুর্নীতির শিকার ব্যক্তিমানুষের অসহায়তার আলেখ্য রচনা করেছেন বার্গাস য়োসা। এ উপন্যাস পেরুর জটিল সামাজিক বাস্তবতার এক গুরুত্বপূর্ণ সাহিত্যিক প্রকাশ।
বইয়ের বিবরণ
বিশ শতকের পাঁচের দশকের পেরু। উত্তরের সমুদ্র-তীরবর্তী মরু এলাকার বিভাগীয় শহর পিউরার বিমানঘাঁটির কাছে এক তরুণ বিমানসেনার লাশ পাওয়া যায়। তাকে খুন করা হয়েছে। স্থানীয় দুই সিভিল গার্ড অফিসার লেফটেন্যান্ট সিলবা ও লিতুমা প্রচণ্ড গরম আর ধুলোবালি উপেক্ষা করে ঘটনার তদন্তে নামে। এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তারা মুখোমুখি হয় পেরুর দুর্নীতি, সন্ত্রাস আর শঠতার। প্রেম, ঘৃণা, মিথ্যাচার মিলিয়ে যে কাহিনি, সেটা আমাদেরও বেশ পরিচিত। আর এ-জাতীয় খুনের কোনো সঠিক সুরাহা হয় না, আড়ালে ঢাকা পড়ে সত্য। ১৯৮৬ সালে প্রকাশিত পালোমিনো মোলেরোকে খুন করল কে? চমৎকার একটি গোয়েন্দাকাহিনিই শুধু নয়, একটি গুরুত্বপূর্ণ উপন্যাসও বটে।
- শিরোনাম পালোমিনো মোলারোকে খুন করল কে ?
- লেখক মারিয়ো বার্গাস য়োসা, রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদক)
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৮৭৬৫৮৮৩
- মুদ্রণ 1st Published, 2012
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা ১৪৪
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

মারিয়ো বার্গাস য়োসা
মারিয়ো বার্গাস য়োসা জন্ম ১৯৩৬ সালে, দক্ষিণ পেরুর আরেকিপায়। ২০১০ সালে নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত মারিয়ো বার্গাস য়োসা লাতিন আমেরিকার শ্রেষ্ঠ লেখকদের একজন। স্প্যানিশ ভাষার এই ঔপন্যাসিক স্পেনেরও নাগরিক। থাকেন মাদ্রিদ, লন্ডন আর লিমায়। উল্লেখযোগ্য উপন্যাস লা সিউদাদ ই লোস পেররোস (শহর ও কুত্তা), লা কাসা বের্দে (সবুজ বাড়ি), কোনবের্সাসিওন এন লা কাতেদ্রাল (কাতেদ্রাল বারে কথোপকথন), লা ফিয়েস্তা দেল চিবো (রামছাগল পার্বণ)। লিখেছেন বেশ কয়েকটি নাটক, ছোটগল্প, প্রবন্ধ ও একটি অসামান্য স্মৃতিকথা।