‘কে ওখানে? কে বাজায়?’ তীক্ষ্ণ শোনাল আমার কণ্ঠ। পিয়ানোটা বাজছে, অথচ বাদককে দেখা যাচ্ছে না। তারপর অস্পষ্ট ধোঁয়ার কুণ্ডলীর মতো গোচরে আসতে শুরু করল ওটা। হালকা ধূসর একটা ছায়া। একটা মেয়ের রূপ নিল ছায়াটা। লম্বা ঝাঁকড়া চুল। সুন্দরী। ঠোঁটে বিষণ² হাসির ছোঁয়া। ‘কে-ক্কে তুমি?’ কোনোমতে জিজ্ঞেস করলাম। ‘এটা আমার বাড়ি, তোমাকে সাবধান করে দিচ্ছি—আমার-পিয়ানোর-কাছ-থেকে-দূরে-থাকবে!’ শুকনো খসখসে গলায় জবাব দিল ও। ধীরে ধীরে ওর মুখটা বদলে যাচ্ছে। বসে যেতে শুরু করেছে গাল দুটো। মোমের গায়ে গরম ধাতব কিছু চেপে ধরলে যেভাবে গলে। পিছিয়ে এসে ভয়ংকর মুখটার দিক থেকে ঘুরে দাঁড়ালাম। ছুটে সরে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু পা দুটো বেইমানি করল।
বইয়ের বিবরণ
অনির বাবা নতুন বাসা ভাড়া করেছেন। অনিরা এসেছে সেই নতুন বাড়িতে। সে বাড়ির চিলেকোঠায় পাওয়া গেল একটা পুরোনো পিয়ানো। ঠিক হলো অনি পিয়ানো শিখবে। তার জন্য একজন শিক্ষক হাজির করা হলো। পিয়ানো শেখাটা বেশ মজারই মনে হলো। তবে পিয়ানো টিচার ডেভিড গোমেজকে লাগল অস্বাভাবিক। সমস্যাটা কোথায়, ধরতে পারল না অনি। তারপর শুনল ভয়ংকর ভুতুড়ে গল্পগুলো। ডেভিড গোমেজের মিউজিক স্কুল। ওই স্কুলে যারা বাজনা শিখতে যায়, তারা নাকি আর কোনো দিন ফিরে আসে না। অথচ সেখানেই যেতে বাধ্য করা হলো অনিকে।
- শিরোনাম হাতকাটা ভুত
- লেখক রকিব হাসান
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন 9789849176565
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

রকিব হাসান
জন্ম কুমিল্লায়, ১৯৫০ সালে। নামে-বেনামে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৪০০। অনুবাদ করেছেন মহা ক্ল্যাসিক অ্যারাবিয়ান নাইটস ও এডগার রাইস বারোজের ‘টারজান’ সিরিজ। ছোটদের জন্য লেখা তাঁর ‘তিন গোয়েন্দা’ সিরিজ সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সিরিজের তিনটি মূল চরিত্র কিশোর, মুসা ও রবিনকে নিয়ে প্রথমা প্রকাশনের জন্য লিখছেন ‘গোয়েন্দা কিশোর মুসা রবিন’ সিরিজ। এই সিরিজের আগের দশটি বই রহস্যের দ্বীপ, হাইপারসনিক রহস্য, গোল্ডেন বাইক রহস্য, অর্গান পাইপ রহস্য, অপারেশন বাহামা আইল্যান্ড, বাঘের মুখোশ, গোলকরহস্য, ক্যানারি দ্বীপের রহস্য, ডাইনির শহর ও সবুজ দুর্গ । প্রথমা থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘সায়েন্স ফিকশন সিরিজ’-এর দুটি বই।