‘গুড্ডুবুড়াকে নিয়ে লিখতে আমার ভালো লাগে। আমাকে ছেলেমেয়েরা এসে জিজ্ঞেস করে, আচ্ছা বলুন তো গুড্ডুবুড়া কেমন আছে? আমি বলি, ভালো আছে। কিন্তু আসলে সে কেমন আছে? তাই তো এই বই।’
আনিসুল হক
বইয়ের বিবরণ
গুড্ডুবুড়াকে নিয়ে বই মানে মজার বই। হাসির বই। সব সময় একই কাণ্ড করে গুড্ডুবুড়া। প্রথমে সে বোকা থাকে। কারণ তখন সে খেতে চায় না। তারপর সে খাওয়া শুরু করে। দৌড়ঝাঁপ করে। তখন তার বুদ্ধি খুলে যায়। এ বইয়েও আমরা কক্সবাজারে গুড্ডুবুড়ার নানা বোকামি দেখব। পরে সে বুদ্ধির পরিচয় দিতে শুরু করবে। গুড্ডুবুড়াকে নিয়ে আগের বইগুলো যেমন সবার ভালো লেগেছে, তেমনি এই বইটিও খুব ভালো লাগবে।
- শিরোনাম গুড্ডুবুড়ার কক্সবাজার কাণ্ড
- লেখক আনিসুল হক
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯২৪০৪২৬
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আনিসুল হক
জন্ম ৪ মার্চ ১৯৬৫, নীলফামারী। শৈশব ও বাল্যকাল কেটেছে রংপুরে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা, ভ্রমণকাহিনি, শিশুসাহিত্য—সাহিত্যের নানা শাখায় সক্রিয়। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সে সময়ের মানুষদের নিয়ে তাঁর লেখা উপন্যাসের ছয়টি পর্ব—‘যারা ভোর এনেছিল’, ‘উষার দুয়ারে’, ‘আলো-আঁধারের যাত্রী’, ‘এই পথে আলো জ্বেলে’, ‘এখানে থেমো না’ ও ‘রক্তে আঁকা ভোর’। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার। তাঁর বই বিভিন্ন ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে দেশ-বিদেশে।