বাসন্তী, তোমার পুরুষ কোথায়? (২য় মুদ্রণ)

লেখক: বিশ্বজিৎ চৌধুরী

বিষয়: কথাসাহিত্য

১৬৫.০০ টাকা ২৫% ছাড় ২২০.০০ টাকা

এ কাহিনি বাসন্তীর। গভীর কালো চোখে বাড়তি এক পরত কাজল ছাড়া কোনো সাজগোজ নেই। এক হাত ওপরে তুলে দরজার চৌকাঠ ধরে দাঁড়ানোর ভঙ্গিতে স্পষ্ট হয়ে ওঠে শরীরের বিপজ্জনক সব বাঁক। কালো মেয়ের এমন নজরকাড়া সৌন্দর্য দেখা হয়নি অনেক দিন। কৃষ্ণলীলা নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। তাঁদেরই সহযোগিতায় ‘আর্টিস্ট’ হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ লোকনাট্য দলের সঙ্গে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছে মনোহরখালীর মেয়েটি। ফিরে এসে সে হয়েছে মৌসুমী। জীবন তাকে দেখাল কত কিছু। সেই জীবনই যেন আজ তাকে প্রশ্ন করে, ‘বাসন্তী, তোমার পুরুষ কোথায়?’ 

সংগ্রহে নেই পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

জেলেপাড়ার মেয়ে বাসন্তী। কৃষ্ণলীলা নাটক করতে গিয়ে প্রেমে পড়েছিল মানুদার। সুন্দরী সে, কিন্তু গায়ের রং কালো বলে কৃষ্ণের সঙ্গে রাধার চরিত্র পায়নি। পায়নি মানুদাকেও। এনজিওকর্মীরা তাদের নিয়ে নাটক করে, নাটক করতে তাকে পাঠায় সুদূর আমেরিকায়। অনেক দেখেছে সে, কিন্তু জীবন তাকে যতটা দেখিয়েছে ততটা দেয়নি। তাই সে মৌসুমী হয়ে উঠেছে। চট্টগ্রামের জেলেপাড়া, চট্টগ্রাম শহর, ঢাকা আর সুদূর আমেরিকা পর্যন্ত বিস্তৃত এ কাহিনি ঘটনার ঘনঘটায় টানটান। তার নানা প্রান্ত গুটিয়ে আনলে শেষ পর্যন্ত যে প্রশ্নটি থেকে যায় তা হলো, ‘বাসন্তী, তোমার পুরুষ কোথায়?’ 

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

বিশ্বজিৎ চৌধুরী

জন্ম ১ আগস্ট ১৯৬০, চট্টগ্রামে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। পেশা সাংবাদিকতা। কর্মক্ষেত্র চট্টগ্রাম। শিশুসাহিত্য দিয়ে লেখালেখির শুরু। উপন্যাস, ছোটগল্প, কবিতাসহ সৃজনশীল সাহিত্যে তাঁর অবাধ বিচরণ। তাঁর লেখা বেশ কয়েকটি নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে। এ পর্যন্ত এক ডজনের বেশি বই বেরিয়েছে। লিন্ডা জনসনের রাজহাঁস (কিশোর গল্পগ্রন্থ), সম্ভ্রমহানির আগে ও পরে (গল্পগ্রন্থ), মাঠের ওপারে যাবে, লীলা? (কাব্যগ্রন্থ) সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে তাঁর উপন্যাস  নার্গিস ও বাসন্তী, তোমার পুরুষ কোথায়?

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন