লেখক কীভাবে সামরিক বাহিনীতে যোগ দিয়ে অত্যন্ত বৈরী পরিবেশে প্রশিক্ষণ গ্রহণ করেন, মুক্তিযুদ্ধের শুরুতেই যুদ্ধে যোগ দেন এবং শেষ দিন পর্যন্ত রণক্ষেত্রে অবস্থান করেন, তার প্রাণবন্ত বর্ণনা আছে এ বইয়ে। আরও আছে স্বাধীনতা অর্জনের পর সামরিক বাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের অভিজ্ঞতার বিবরণও।
বইয়ের বিবরণ
লে. কর্নেল এইচ এম আব্দুল গাফ্ফার মুক্তিযুদ্ধে মাঠপর্যায়ের একজন সেনা কর্মকর্তা ছিলেন। শুরুতেই যুদ্ধে যোগ দিয়ে তিনি শেষ দিন পর্যন্ত কসবা, সালদানদী ও মন্দাবাগ এলাকার রণক্ষেত্রে অবস্থান করেন। যুদ্ধে সালদানদী এলাকা দখলে সাফল্যের জন্য প্রধান সেনাপতি তাৎক্ষণিকভাবে তাঁকে বীর উত্তম খেতাব প্রদানের সুপারিশ করেন। মুক্তিযুদ্ধের আগে ও পরে প্রায় সাত বছর তিনি পাকিস্তান ও বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছেন।
স্মৃতিময় মুক্তিযুদ্ধ ও আমার সামরিক জীবন গ্রন্থটি লেখকের মুক্তিযুদ্ধ ও সামরিক জীবনের রোজনামচা। এতে লেখক তাঁর যুদ্ধকালীন প্রায় প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের ধারাবাহিক বিবরণ দিয়েছেন। যুদ্ধশেষে মিরপুর এলাকায় অবাঙালিদের বাংলাদেশ-বিরোধী তৎপরতা দমনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সর্বোপরি ১৯৭৫ সালের ৩ নভেম্বরের অভ্যুত্থানে নিজের ভূমিকা ও পরিণতির কথা লিপিবদ্ধ করেছেন।
- শিরোনাম স্মৃতিময় মুক্তিযুদ্ধ ও আমার সামরিক জীবন
- লেখক এইচ এম আব্দুল গাফ্ফার (বীর উত্তম )
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন 9789849176435
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

এইচ এম আব্দুল গাফ্ফার (বীর উত্তম )
জন্ম ২১ মার্চ ১৯৪৩, খুলনা জেলার গুটুদিয়া গ্রামে। তিনি ১৯৬৩ সালে বিএ এবং ১৯৬৫ সালে বিপিএড ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে ইসলামিক স্টাডিজ বিষয়ে এমএ। এর আগে ১৯৬৮ সালে পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমি থেকে কমিশন লাভ করেন। ১৯৭১ সালের মার্চ মাসে কুমিল্লার ময়নামতি সেনানিবাসে কর্মরত থাকা অবস্থায় স্বাধীনতাযুদ্ধে যোগ দেন। মন্দাবাগ-কসবা-সালদানদী এলাকার বিভিন্ন যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন। ১৯৭৪ সালে যুক্তরাজ্য ও পশ্চিম জার্মানি থেকে অ্যাডভান্স ইনফ্যান্ট্রি কমান্ডারস কোর্সে শ্রেষ্ঠ বৈদেশিক শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ হন। ১৯৭৫ সালের ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর লে. কর্নেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেন। ১৯৮৬ সালে রাজনীতিতে যোগ দেন ও জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন।