মানবাধিকার অসাধারণ একটি অধিকার। এটি একমাত্র অধিকার, যা প্রত্যেক মানুষের প্রাপ্য। কিন্তু আমরা এর বহু লঙ্ঘন দেখতে পাই। এই লঙ্ঘন ঠেকাতে হলে প্রথমে বুঝতে হবে, মানবাধিকার আসলে কী। জানতে হবে মানবাধিকার লঙ্ঘিত হলে কী করতে হবে বা দেশে প্রতিকার না পেলে আন্তর্জাতিকভাবে এর প্রতিকার পাওয়ার সুযোগ কোথায় আছে। চেনাজানা বহু দৃষ্টান্ত তুলে ধরে মানবাধিকার বিষয়টি সহজ ভাষায় আলোচনা করা হয়েছে এ বইয়ে।
বইয়ের বিবরণ
একজন মানুষ গ্রেপ্তার হওয়ামাত্র তার তিনটি অধিকার জন্ম নেয়। এ অধিকারগুলো মানবাধিকার, যা লঙ্ঘনের সুযোগ কারও নেই। আরও বহু মানবাধিকার আছে, সে সম্পর্কে হয়তো আমাদের সবার জানা নেই। যেমন সরকারি চাকরিতে সমান সুযোগ লাভ, নির্যাতন বা অবিচারের শিকার না হওয়া, নির্বিঘ্নে ধর্ম পালন করা। অনেক দেশে আবার বিনা খরচে শিক্ষা বা চিকিৎসা লাভ করাও মানবাধিকারের অংশ। মানবাধিকার না পেলে আদালতে যাওয়া যায়। আদালত সরকারকে বাধ্য করেন তা প্রদান করতে। মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার পাওয়া যায় আন্তর্জাতিকভাবেও। এ সম্পর্কে সবারই জানা দরকার। এ বই মানবাধিকারের সহজপাঠ। এতে মানবাধিকার-সম্পর্কিত ধারণা, দেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মানবাধিকার সম্পর্কে প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি এর নানা দিকেরও বিশ্লেষণ করা হয়েছে সহজ ভাষায়।
- শিরোনাম মানবাধিকার
- লেখক আসিফ নজরুল
- প্রকাশক প্রথমা প্রকাশন
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আসিফ নজরুল
জন্ম ১৯৬৬ সালে, পুরান ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ১৯৯১ সাল থেকে শিক্ষকতা করছেন। আন্তর্জাতিক আইনে পিএইচডি করেন লন্ডন থেকে। এরপর জার্মানি ও ইংল্যান্ডে কিছুদিন কাজ করেছেন পোস্টডক্টরাল ফেলো হিসেবে। সাংবাদিক হিসেবে একসময় খ্যাতি অর্জন করেন। বর্তমানে কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বহুল পরিচিত। তাঁর প্রথম গল্প ছাপা হয়েছিল প্রায় ৩০ বছর আগে। দীর্ঘ বিরতির পর কয়েক বছর ধরে আবার সৃজনশীল লেখালেখি করছেন । প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত তাঁর উপন্যাস ‘অসমাপ্তির গল্প’, ‘বেকার দিনের প্রেম’, ‘উধাও’ ও ‘ঘোর’ পাঠকনন্দিত হয়েছে। ২০২০ সালে প্রকাশিত তাঁর ‘মানবাধিকার’ গ্রন্থটিরও হয়েছে একাধিক মুদ্রণ। ‘সংসার’ তাঁর প্রথম গল্পগ্রন্থ।