ভয় ও মৃত্যু পেছন থেকে তাড়া করছে ইউসুফকে। সে চলে এসেছে অনেক দূর। কিন্তু এবার মৃত্যু এল সামনের দিক থেকে। গুলিবিদ্ধ অবস্থায় অচেতন ইউসুফকে এনে ফেলা হয়েছে এক গোরস্থানে। যদিও তখনো মারা যায়নি সে, ঢুকে পড়েছে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে, এক স্বপ্ন-সময়ের ভেতর। এই স্বপ্নে সে খুঁজে পেয়েছে ময়ূরজান ও নিশাতকে, যারা ছিল তার স্মৃতিরই অংশ। তারা তিনজন অদৃশ্য প্রেতের মতো ঘুরে বেড়াচ্ছে ঘোর সংকটে পড়া এক জনপদে। ইউসুফের দুঃস্বপ্ন আর সেই জনপদের বাস্তব সময় এসে পড়েছে খুব কাছাকাছি।
বইয়ের বিবরণ
অপারেশন ফ্ল্যাশলাইটের রাতে গুলিবিদ্ধ হয় ইউসুফ। তাকে অনেকগুলো মৃতদেহের সঙ্গে আনা হয় শহরতলির এক গোরস্থানে। কিন্তু তখনো সে মারা যায়নি। জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে এক স্বপ্নের জগতে ঢুকে পড়েছে সে। খুঁজে পেয়েছে বহু বছর আগে নিখোঁজ ময়ূরজানকে। দেখা পেয়েছে নিশাতের, যে নিজেও গুম হয়েছে অনেক দিন আগে। হয়তো সে-ও ছিল ইউসুফের স্মৃতিরই অংশ। তিনজনে প্রেতের মতো ঘুরে বেড়াচ্ছে শহরের গলি-ঘুপচির ভেতর, মানুষের ঘরে ও বাইরে। তারা ঘটতে দেখছে নানা ঘটনা, যেন ইউসুফের স্মৃতির ভেতর দিয়ে বয়ে চলেছে বাস্তবের সময়। কিন্তু ক্রমশ এই বাস্তবটাই পরিণত হচ্ছে দুঃস্বপ্নে, জীবিতেরা চলে এসেছে মৃতদের কাছাকাছি। এই দুঃস্বপ্ন থেকে কীভাবে জেগে উঠবে ইউসুফ?
- শিরোনাম নিখোঁজ মানুষেরা
- লেখক রায়হান রাইন
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন 9789848765449
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

রায়হান রাইন
জন্ম ৮ মার্চ ১৯৭১, সিরাজগঞ্জে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক। গল্প লেখার শুরু ছাত্রাবস্থায়, নিসর্গ ছোটকাগজে, ১৯৯৬ সালে। অন্যান্য বই—উপন্যাস: আগুন ও ছায়া ; গল্প: আকাশের কৃপাপ্রার্থী তরু, পাতানো মায়ের পাহাড়, স্বপ্নের আমি ও অন্যরা ; কবিতা: তুমি ও সবুজ ঘোড়া, একদিন সুবচনী হাঁস ; অনুবাদ: মনসুর আল-হাল্লাজের কিতাব আল-তাওয়াসিন (২০১০), পাবলো নেরুদার প্রশ্নপুস্তক ; সম্পাদনা: বাংলার ধর্ম ও দর্শন। তাঁর আগুন ও ছায়া উপন্যাসটি ১৪২০ বঙ্গাব্দে ‘প্রথম আলো বর্ষসেরা বই’ হিসেবে পুরস্কৃত হয়।