মোনালির বাবা ক্যানসার বিশেষজ্ঞ ডাক্তার বি এইচ মাহমুদ আলীকে মোনালির মা যতই বজ্জাত বলুক, তার গুণগ্রাহীর সংখ্যা কম নয়। আর বাবা যেমনই হোক কিংবা মা যা-ই বলুক, মোনালির কথা হলো, বাবা যখন বিপদে পড়েছে, সে বাবার পাশেই থাকবে।
অদ্ভুত এক জীবন মোনালির। তাকে ঘিরে রুশ মা ও বাঙালি বাবার সন্তান তনু, বাবার পিয়ন আতর আলীর সেক্সি স্ত্রী হেলেনা, সেগুফতা আন্টি এবং আরও অনেকের বিচিত্র যে জীবন, সে জীবনেরই উপন্যাস মোনালি। মোনালিকে আপনার ভালো লাগবে, খারাপ লাগবে মোনালির জন্য।
বইয়ের বিবরণ
ডাক্তার বি এইচ মাহমুদ আলী নামকরা ক্যানসার বিশেষজ্ঞ। তাকে পছন্দ করে না এমন লোকের সংখ্যা কম নয়। কিন্তু মানুষটা যে বজ্জাত তা মোনালির মা ছাড়া কারও মুখে শোনা যায় না। বজ্জাত মানে কী, জিজ্ঞেস করা হলে মা বলল, সেটা আমি কি জানি? জানো না অথচ সকাল-বিকেল বজ্জাত বলো, এটা কেমন কথা? হু, বজ্জাত বলব না তো দরবেশ বলব নাকি? আমার স্বামী, আমি যা ইচ্ছে তা-ই বলব, তোকে জিজ্ঞেস করে বলতে হবে নাকি? এক শ বার জিজ্ঞেস করতে হবে, মাহমুদ আলী আমার বাবা। তুই বেশি বেড়ে গেছিস মোনালি। মুখের ওপর কথা বলতে শুরু করেছিস! বাড়তি একটা কথা বলবি তো তোর আরেকটি ঠ্যাং ভেঙে দেব। মার আর কী দোষ, গোটা পৃথিবীর আক্রোশ মোনালির পায়ের ওপর। মোনালির অদ্ভুত এক জীবন, তাকে ঘিরে রুশ মা ও বাঙালি বাবার সন্তান তনু, বাবার পিয়ন আতর আলীর সেক্সি স্ত্রী হেলেনা, সেগুফতা আন্টি এবং আরও অনেকের বিচিত্র যে জীবন, সে জীবনেরই উপন্যাস মোনালি। আন্দালিব রাশদীর এ উপন্যাস হাতে নিলে শেষ করেই উঠতে হবে।
- শিরোনাম মোনালি
- লেখক আন্দালিব রাশদী
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন 9789849240310
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আন্দালিব রাশদী
জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৭, ঢাকায়। বেড়ে ওঠা ও জীবনযাপন এখানেই। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক। পড়াশোনা ঢাকা, ওয়েলস ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র ছিলেন। আইনে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি করেন। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস: মিমির নোটবই, কাজল নদীর জলে, হাজব্যান্ডস, অধরা, ভারপ্রাপ্ত সচিব, প্রতিমন্ত্রী, কৃষ্ণকলি, সেকেন্ড লেনে হেলেন, শর্মিষ্ঠা; ছোটগল্প: ডায়ানা যেদিন সিঁড়িতে বমি করল, একটি পরিত্যক্ত কেলভিনেটর ফ্রিজের গল্প ; প্রবন্ধ: আমলা শাসানো হুকুমনামা, লেডি গোদিভা ও অন্যান্য প্রবন্ধ।