একটু আগে আপনার পাশ দিয়ে হেঁটে গেল যে মানুষটা, পরনে সাদাসিধে একটা জামা, উষ্কখুষ্ক চুল, পায়ের স্যান্ডেলে জমে আছে ধুলো—আপনি কি নিশ্চিত মানুষটা সুপারম্যান নয়!
সত্যিকারের সুপারম্যানরা কি শুধু রুপালি পর্দায় থাকে, নাকি থাকে আমাদের খুব চেনা জগতেই! সত্যিকারের সুপারম্যানদের পরনে কি রঙিন বাহারি জামা থাকতেই হয়, নাকি এ বইয়ের হরিপদর মতো একজন অতিসাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে একজন অতি-মানব? এ উপন্যাস পড়তে শুরু করলেই বোঝা যাবে।
বইয়ের বিবরণ
সুপারহিরো তো দূরের কথা, হিরোই হওয়ার কথা ছিল না তাঁর। তিনি যে হরিপদ, হরিপদ কেরানি। মেসবাড়িতে একা থাকেন। বন্ধুবান্ধব নেই, আত্মীয় নেই। আত্মীয় আর বন্ধু আছে কজন, যাদের খবর আমরা জানতাম না। পিপলি নামে এক পিঁপড়া আছে, হরিপদ অফিস চলে গেলে ওর ভীষণ মন খারাপ হয়। আছে দারুণ জ্ঞানী এক ধেড়ে ইঁদুর—নেপাল। আছে আলাভোলা তেলাপোকা তেচু। আছে ভুলু—সবকিছু ভুলে যান বলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বোধ হয় তিনিই। আর আছে পরি। পরির মতোই দেখতে মেয়েটার ভীষণ অসুখ। অনেক টাকা লাগবে। হরিপদ ভাবেন, একদিন তাঁকে চমকে দিয়ে ব্রিফকেসভর্তি টাকা কেউ রেখে যাবে ঘরের দুয়ারে।
হরিপদ জানতেন না, এর চেয়েও বড় চমক অপেক্ষা করছে। একদিন হরিপদের দুয়ারে হাজির হয় সেই আগুন্তুকেরা, যাদের বড় বড় গোল গোল চোখ। হরিপদ কেরানিকে যারা মনে করে, এই তো সেই সুপারম্যান!
- শিরোনাম হরিপদ ও গেলিয়েন
- লেখক রাজীব হাসান
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯২৪০৩৩৪
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
রাজীব হাসান
জন্ম ২০ মার্চ ১৯৮৪, দিনাজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর। রংপুর জিলা স্কুলে পড়ার সময় স্থানীয় পত্রিকা ও রংপুর বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজেদের কথা ম্যাগাজিনে কাজ করতে করতে লেখালেখির জগতে প্রবেশ। রংপুর বিকন নাট্যকেন্দ্রের সক্রিয় কর্মী হিসেবে যুক্ত ছিলেন গ্রুপ থিয়েটার আন্দোলনে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই পুরোদস্ত্তর সাংবাদিক। এখন কাজ করছেন দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকে। প্রকাশিত বই অভিরূপের অভিযান।