শুরু থেকেই ক্যাম্পটা ভালো লাগছিল না রুনার। ওখানে দিঘিটার দিকে তাকালে মনে হয় ভুতুড়ে কী যেন ঘাপটি মেরে আছে। বাঙ্কমেটদের সঙ্গে বনিবনা হয়নি ওর। তাহলে এ জঙ্গলে কীভাবে থাকবে সে? পানিতে ডুবে মরতে চেয়েছিল। কিন্তু সেখানে ওর জন্য অপেক্ষা করছে এক ভূত। আরেক দিন পালিয়ে বনের ভেতর দিয়ে ছুটছে রুনা। ওকে পেঁচিয়ে ধরল বড় এক সাপ। লিজা এসে বাঁচাল ওকে। কিন্তু আনন্দে ওকে জড়িয়ে ধরতে গিয়ে দেখে সে আরেকটা ভূত। এখন কী হবে?
বইয়ের বিবরণ
দিঘিটার ঘোলা পানির দিকে তাকালেই গা ছমছম করে রুনার। মনে হয় পানিতে ভুতুড়ে কিছু ঘাপটি মেরে রয়েছে ওকে পা ধরে টেনে নিয়ে যাবার অপেক্ষায়। বাঙ্কমেটরা মানসিক নির্যাতন করে করে এমন পর্যায়ে নিয়ে গেল ওকে, পানিতে ডুবে মরার সিদ্ধান্ত নিল রুনা। কিন্তু ডুবেও শান্তি নেই। সেখানেও রয়েছে আরেক আতঙ্ক। ফ্যাকাশে নীল চোখ মেলে, ওর মরার অপেক্ষা করতে লাগল স্বচ্ছদেহী এক ভূত। ক্যাম্প থেকে পালাবার জন্য বনের মধ্যে দিয়ে ছুটছে রুনা। তাকে পেঁচিয়ে ধরল বড় এক সাপ। লিজা এসে বাঁচাল ওকে, খুশি হয়ে ওকে জড়িয়ে ধরতে গিয়ে দেখে সে আরেকটা ভূত। এখন?
- শিরোনাম ভূতের দিঘি
- লেখক রকিব হাসান
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯২৭৪২৭৮
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
রকিব হাসান
জন্ম কুমিল্লায়, ১৯৫০ সালে। নামে-বেনামে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৪০০। অনুবাদ করেছেন মহা ক্ল্যাসিক অ্যারাবিয়ান নাইটস ও এডগার রাইস বারোজের ‘টারজান’ সিরিজ। ছোটদের জন্য লেখা তাঁর ‘তিন গোয়েন্দা’ সিরিজ সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সিরিজের তিনটি মূল চরিত্র কিশোর, মুসা ও রবিনকে নিয়ে প্রথমা প্রকাশনের জন্য লিখছেন ‘গোয়েন্দা কিশোর মুসা রবিন’ সিরিজ। এই সিরিজের আগের দশটি বই রহস্যের দ্বীপ, হাইপারসনিক রহস্য, গোল্ডেন বাইক রহস্য, অর্গান পাইপ রহস্য, অপারেশন বাহামা আইল্যান্ড, বাঘের মুখোশ, গোলকরহস্য, ক্যানারি দ্বীপের রহস্য, ডাইনির শহর ও সবুজ দুর্গ । প্রথমা থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘সায়েন্স ফিকশন সিরিজ’-এর দুটি বই।