বাঙালির মননচর্চার পুরোধা ব্যক্তি রবীন্দ্রনাথ। আর বাংলাদেশের অভিযাত্রায় তাঁর ভূমিকা ব্যাপক—কখনো প্রেরণার উৎস হিসেবে কখনো পথনির্দেশক রূপে। তাঁকে নিজের করে পাওয়ার জন্য বাংলাদেশের মুক্তবুদ্ধির মানুষকে রীতিমতো লড়তে হয়েছে। তবে জাতীয় ইতিহাসের একটি অধ্যায়ের সঙ্গে তাঁর এই গভীর যোগটুকুই তো আর রবীন্দ্রনাথ সম্পর্কে সবকথা বা শেষকথা নয়। বিপুল কালোত্তীর্ণ সৃষ্টির এই রূপকার সর্বকালে সর্বদেশে নানাভাবে প্রাসঙ্গিক। সংকটাপন্ন এই বিশ্বে রবীন্দ্রনাথের ভাবজগৎ ও শিল্পসম্ভার থেকে এত জানার, এত বোঝার ও এতই নেওয়ার আছে যে এ যেন এক অনিঃশেষ পথচলা। আর তাই সার্ধশত জন্মবর্ষ রবীন্দ্রচর্চার বাড়তি উপলক্ষ তৈরি করেছে। এটি বাংলাদেশের একজন মননশীল লেখকের তিন দশকের রবীন্দ্র-অভিযাত্রার প্রামাণ্য ফসল। সমাজ, রাষ্ট্র ও কালের প্রেক্ষাপটে তাঁকে বিচারের পাশাপাশি কবির চিরায়ত সাহিত্য ও শিল্পের মূল্যায়নেও যত্নশীল এই অনুসন্ধিৎসু লেখক।
বইয়ের বিবরণ
- শিরোনাম রবীন্দ্রনাথ, মুসলিমমানস ও বাংলাদেশের অভিযাত্রা
- লেখক আবুল মোমেন
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন 978984876592
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আবুল মোমেন
জন্ম ১৯৪৮ সালের ১৮ ডিসেম্বর, চট্টগ্রামে। লেখাপড়া চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছোটদের ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি গঠন ও পরিচালনা করছেন তিন দশকের বেশি। অধ্যাপনা দিয়ে পেশাজীবনের শুরু। বর্তমানে সাংবাদিকতা করছেন। কবি ও প্রবন্ধকার হিসেবে পরিচিত। শিক্ষা ও শিল্পকলা বিষয়ে তাঁর একাধিক গ্রন্থ রয়েছে। কাব্যগ্রন্থ, প্রবন্ধের বই ও কিশোরগ্রন্থসহ ২৫টির বেশি বই প্রকাশিত হয়েছে। তিনি বাংলা ও বাঙালির কথা গ্রন্থের জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন।