আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর

লেখক: আবুল মনসুর আহমদ

বিষয়: জীবনী/আত্মকথা/স্মৃতিকথা, রাজনীতি

৬৩৭.৫০ টাকা ২৫% ছাড় ৮৫০.০০ টাকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানার জন্য একটি মূল্যবান বই আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। এতে আবুল মনসুর আহমদ আজকের বাংলাদেশ নামে পরিচিত ভূখণ্ডটির ১৯২০ থেকে ’৭০ দশক অবধি প্রায় অর্ধশতাব্দীর রাজনৈতিক ইতিহাস তাঁর নিজস্ব অভিজ্ঞতার আলোকে ও অন্তরঙ্গ ভঙ্গিতে তুলে ধরেছেন। কৌতূহলী পাঠক, গবেষক ও ইতিহাসবিদদের জন্য এ বই পাঠের বিকল্প নেই।

পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর  আমাদের রাজনৈতিক ইতিহাসচর্চার ক্ষেত্রে একটি অপরিহার্য গ্রন্থ। স্মৃতিকথার আঙ্গিকে লেখা এই বইটিতে লেখক ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন থেকে পুরো পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়-পরবর্তী সময় পর্যন্ত প্রায় অর্ধশতাব্দীর রাজনৈতিক ইতিহাস অত্যন্ত সরল ও অন্তরঙ্গ ভঙ্গিতে তুলে ধরেছেন। লেখক নিজে ছিলেন এই সময়ের অনেক ঘটনার সাক্ষী, কিছু ঘটনায় তাঁর ছিল সরাসরি অংশগ্রহণ। প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁর সে অভিজ্ঞতারই বস্ত্তনিষ্ঠ বয়ান পাওয়া যায় বইটিতে। কৌতূহলী পাঠক, ইতিহাসবিদ ও গবেষকদের কাছে বহুদিন ধরেই এ বই একটি মূল্যবান ও নির্ভরযোগ্য তথ্য-আকর হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রথমা প্রকাশন থেকে গুরুত্বপূর্ণ এ বইটির একটি সুমুদ্রিত সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। 

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আবুল মনসুর আহমদ

সাহিত্য, সাংবাদিকতা ও রাজনীতি—তিন ক্ষেত্রেই আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯) কৃতিত্বের পরিচয় দিয়েছেন। দেশ বিভাগের আগেই সাহিত্য ও সাংবাদিকতায় তাঁর সাফল্য সবার দৃষ্টি আকর্ষণ করে। ব্যঙ্গরচনায় তাঁর কুশলতাকে এ দেশে আজও কেউ অতিক্রম করতে পারেননি। রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনেও ছিলেন সক্রিয়। পাকিস্তানে গণতান্ত্রিক রাজনীতির সূচনা থেকে প্রায় এক দশককাল সামনের সারিতে থেকে তাতে নেতৃত্ব দিয়েছেন। প্রথমে প্রাদেশিক এবং পরে কেন্দ্রীয় মন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ব্যঙ্গধর্মী রচনায় যেভাবে তিনি সামাজিক কুসংস্কার ও গোঁড়ামি, রাজনৈতিক ভণ্ডামি ইত্যাদিকে কশাঘাত করেছেন, তা আজও আমাদের মুগ্ধ করে। তাঁর অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে—ছোটগল্প: আয়না, ফুড কনফারেন্স, আসমানী পর্দা ; উপন্যাস: সত্যমিথ্যা, আবে হায়াত ; প্রবন্ধ-স্মৃতিকথা: আত্মকথা, শেরেবাংলা হইতে বঙ্গবন্ধু, বেশী দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
৫(২)
  • (২)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন

Farhana Binti Amin

১৫ Mar, ২০২৩ - ৯:৫৩ AM

বাংলা ব্যঙ্গ সাহিত্যে তাঁকে ছাড়িয়ে যেতে পারেননি কেউ।যেখানেই অন্যায়,দুর্নীতি চোখে পড়েছে,তিনি তার কলমের আচড়ে সমাজকে পরিশুদ্ধ করতে চেয়েছেন।ফুড কনফারেন্স, আয়না আজও বাঙালির পাঠককে পরিতৃপ্ত করছে।এছাড়াও তিনি লিখেছেন 'আত্মকথা', 'বাংলাদেশের কালচার','শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু' এমন একাধিক বই। বাংলাদেশের ইতিহাস,ঐতিহ্য,রাজনীতি,অর্থনৈতিক অবস্হা বুঝতে হলে তাঁর পাঠ জরুরী। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটি তাঁর লেখা স্মৃতিকথা। মহিউদ্দীন আহমাদ একে বলেছেন জীবন্ত ইতিহাস বা রাজনৈতিক দলীল। বইটির প্রকাশের পর প্রায় পঞ্চান্ন বছর পার হয়েছে। বইটির আবেদন কোন অংশে ফুরিয়ে যায়নি বরং আবুল মনসুর আহমেদের স্বতন্ত্র পর্যবেক্ষণ ক্ষমতা,চিন্তার গভীরতায় পাঠককে বিমুগ্ধ হতে হয়।সাংবাদিকতা, ওকালতি কিংবা রাজনীতি সকল জায়গায় তিনি অসামান্য স্বাক্ষর রেখেছেন।তার ক্ষুরধার লেখনি পড়লে আজ মনে হয়, এমন লেখক ও লেখনি বর্তমানে দুষ্প্রাপ্য। বইটি নিয়ে কথা গিয়ে তাঁর আরেকটি স্মৃতিকথা 'আত্মকথা'র কথা না বললেই নয়।এ বইটিও ইতিহাসের অন্যতম দলীল, সেই সময়ের রাজনৈতিক পট পরিবর্তন,সমাজ,রাজনীতির চালচিত্র যেন সবাক চলচিত্রের মতো উঠে এসেছে। বইয়ের আলোচনার বিষয় ও পরিধি বইটিতে মূলত ১৯২০ থেকে ’৭০ দশক অবধি প্রায় অর্ধশতাব্দীর রাজনৈতিক ইতিহাস লেখকের নিজস্ব অভিজ্ঞতার আলোকে তুলে ধরেছেন।ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন থেকে পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশের জন্ম -পরবর্তী সময় পর্যন্ত প্রায় অর্ধশতাব্দীর ইতিহাস উঠেছে এসেছে সাংবাদিকসুলভ দৃষ্টি ও বিচক্ষণ রাজনৈতিক চিন্তকের কলমে। বইটি ত্রিশটি অধ্যায় ও দশটি উপাধ্যায়ে বর্ণিত হয়েছে।শুরুর দিকে খিলাফত ও অসহযোগ,বেঙ্গল প্যাক্ট,প্রজা আন্দোলন,নিবার্চনী যুদ্ধ,শেরে বাংলার কোয়ালিশন সরকার নিয়ে আলোচনা করেছেন। এরপর,পাকিস্তানী আমলের বর্ণনা,কলকাতায় জীবনযাত্রার কথা এসেছে।আওয়ামী লীগ গঠনের বিস্তারিত,যুক্তফ্রন্ট গঠন,নিবার্চনসহ,রাজনৈতিক উল্লেখযোগ্য ঘটনা সবই উঠে এসেছে। মুক্তিযুদ্ধ, স্বাধান বাংলাদেশ প্রতিষ্ঠা, মুজিবহীন দেশ,সংবিধান,দেশের সর্বোপ্রথম নির্বাচন সবকিছু নিয়ে কথা বলেছেন নির্ভীক, আত্মবিশ্বাসের সাথে। বাংলাদেশের ইতিহাস জানতে ও বুঝতে হলে বইটি অবশ্যপাঠ্য। যে বইটি পড়েনি,অনেক জানা তার অজানা রয়ে গেলো।আবুল মনসির আহমদ ১৯৭৯ সালে মৃত্যুবরণ করেন। বইয়ের নাম : আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর লেখক : আবুল মনসুর আহমদ প্রকাশনী : প্রথমা প্রকাশন #প্রথমাডটকম_কথাপ্রকাশ_বই_রিভিউ_প্রতিযোগিতা

User

২০ Feb, ২০২৩ - ৩:৪৩ PM

এই উপমহাদেশের রাজনীতিবিদরা নিজেদের মতো করে জনগণের ভালো চেয়েছে, জনগণের ভালোর জন্য নিজেদের পরিবর্তন করে নি। নেতাদের উদ্দেশ্যে যদি জনগণের ভালো চাওয়া হতো তাহলে নেতাদের মধ্যে এতো দ্বিমত থাকত না। ভারত ভেংগে পাকিস্তান হতো না, পাকিস্তান ভেংগে বাংলাদেশ হতো না। বইটা খুবই নিরপেক্ষ দৃষ্টিতে লেখা। বইটা পড়ে আমার আরো মনে হয়েছে রাজনীতি একটা ব্যবসার মতো আর আমরা জনগণ এই ব্যবসার পণ্য। খুবই দু:খজনক এই উপমহাদেশের রাজনীতির ইতিহাস।