আবুল মনসুরের আয়নায় মুখ দেখে যাঁরা খুশি হয়েছেন, ফুড কনফারেন্সও নিশ্চয় তাঁরা পেট ভরে খেয়ে প্রচুর আনন্দ পাবেন। ফুড কনফারেন্সে বাঙালি হিন্দু-মুসলমানের জাতীয় চরিত্রের বাস্তব দিক রূপায়িত করে তোলা হয়েছে। রঙ্গ ও ব্যঙ্গের ভেতর দিয়ে লেখক বাঙালি-চরিত্রের এই সাধারণ বাস্তব দিক দেখিয়ে পাঠকদের প্রচুর হাসিয়েছেন বটে, কিন্তু অবিমিশ্র হাসিই যে আসল ব্যাপার নয়, হাসির পেছনে লেখকের অন্তরের বেদনার দরিয়া যে উচ্ছ্বসিত ধারায় বয়ে চলেছে অন্তর্দৃষ্টিসম্পন্ন পাঠকদের তা নজর এড়িয়ে যাওয়ার কথা নয়।
আবুল কালাম শামসুদ্দীন
বইয়ের বিবরণ
বাংলা সাহিত্যে ব্যঙ্গরসাত্মক লেখকের সংখ্যা বেশি নয়। রঙ্গরসাত্মক রচনার মধ্য দিয়ে বিপুল খ্যাতি লাভ করেছিলেন যে কজন লেখক, তাঁদের মধ্যে আবুল মনসুর আহমদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রঙ্গব্যঙ্গ রচনার মধ্য দিয়ে তিনি শুধু রসই উপস্থাপন করেননি, দেশ ও সমাজের অসংগতিগুলোও তুলে ধরেছেন আর আঘাত করেছেন আমাদের অনৈতিক ও আপসকামী মনকে। ফুড কনফারেন্স গল্পগ্রন্থটি প্রকাশের পর আমাদের সাহিত্যজগতে আলোড়নের সৃষ্টি হয়। এ বইয়ের গল্পগুলোতে বিশ শতকের ত্রিশ ও চল্লিশের দশকের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সংঘটিত ঘটনার চালচিত্র তুলে ধরা হয়েছে রঙ্গব্যঙ্গের সরসতায়। হাস্যরসের অন্তরালে নিহিত কঠোর সমাজবাস্তবতা আজও পাঠককে গভীরভাবে ভাবিয়ে তোলে। লেখক প্রায় আশি বছর আগের নানা অসংগতিকে কেন্দ্র করে রসের চাবুকে যে আঘাত হেনেছিলেন, বর্তমানে পাঠক সেই আঘাতের প্রয়োজনীতা আরও বেশি করে অনুভব করবেন।
- শিরোনাম ফুড কনফারেন্স
- লেখক আবুল মনসুর আহমদ
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৫২৫০৬৬৫
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
আবুল মনসুর আহমদ
সাহিত্য, সাংবাদিকতা ও রাজনীতি—তিন ক্ষেত্রেই আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯) কৃতিত্বের পরিচয় দিয়েছেন। দেশ বিভাগের আগেই সাহিত্য ও সাংবাদিকতায় তাঁর সাফল্য সবার দৃষ্টি আকর্ষণ করে। ব্যঙ্গরচনায় তাঁর কুশলতাকে এ দেশে আজও কেউ অতিক্রম করতে পারেননি। রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনেও ছিলেন সক্রিয়। পাকিস্তানে গণতান্ত্রিক রাজনীতির সূচনা থেকে প্রায় এক দশককাল সামনের সারিতে থেকে তাতে নেতৃত্ব দিয়েছেন। প্রথমে প্রাদেশিক এবং পরে কেন্দ্রীয় মন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ব্যঙ্গধর্মী রচনায় যেভাবে তিনি সামাজিক কুসংস্কার ও গোঁড়ামি, রাজনৈতিক ভণ্ডামি ইত্যাদিকে কশাঘাত করেছেন, তা আজও আমাদের মুগ্ধ করে। তাঁর অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে—ছোটগল্প: আয়না, ফুড কনফারেন্স, আসমানী পর্দা ; উপন্যাস: সত্যমিথ্যা, আবে হায়াত ; প্রবন্ধ-স্মৃতিকথা: আত্মকথা, শেরেবাংলা হইতে বঙ্গবন্ধু, বেশী দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা।