বইয়ের বিবরণ
ফ্ল্যাপে লেখা কিছু কথাঃ
কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাতজাগা ছোট ভাই-বোন আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি-রাবেয়া রাবেয়া-আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট! কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী কুয়াশায়-ঢাকা-পথ, ভোরের আজান কিম্বা নাড়ার দহন পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ মাছের আঁশটে গন্ধ, উঠোনে ছড়ানো জাল আর বাঁশঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর! কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর ইস্কুল পালানো সভা, স্বাধীনতা, মিছিল, নিশান চুতর্দিকে হতবাক দাঙ্গার আগুনে। নিঃশ্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার।
ভূমিকাঃ
অবশেষে আমার ‘শ্রেষ্ঠ কবিতা-এর সংকলন বের হলো। কোন কবিই তার নিজের কিছু কবিতাকে শ্রেষ্ঠ ঘোষণা করে তার অন্যান্য কবিতাকে চলতি-পদ্য পর্যয়ে নামিয়ে দিতে পারেন না। কবির সব কবিতাই চিরকালীন শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে পাঠকের জন্য অপেক্ষা করেতে থাকে। এমন কি হাজার জাহার বছরের অনাগত পাঠকের জন্যও। এ বইয়ের নাম ‘শ্রেষ্ঠ কবিতা’ রাখা হয়েছে কেবল সমকালীন প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর এক ধরনের প্রচলিত প্রথার জন্যই। এই সংকলনে আমার এযাবৎ প্রকাশিত প্রায় সব কয়টি কাব্যগ্রন্থের কবিতাগুলো যাচাই-বাছাই করে শ্রেষ্ঠ কবিতা বের করা হলো। আশা করি পাঠকের ভালো লাগবে। আমার এই শ্রেষ্ঠ কবিতা বের করিতে সহযোগীতা করেছে সজল আহমেদ পরিশেষে তাকে আমি ধন্যবাদ জানাই এবং হাওলাদার প্রকাশনীর সকল কর্মকর্তার প্রতি আমার শুভেচ্ছা রইল।
আল মাহমুদ
গুলশান, ঢাকা।
- শিরোনাম শ্রেষ্ঠ কবিতা - আল মাহমুদ
- লেখক আল মাহমুদ
- প্রকাশক হাওলাদার প্রকাশনী
- আইএসবিএন ৯৮৪৭০২২৫০০২২২
- মুদ্রণ 4th Edition, 2018
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা ৩৭৬
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।