দেশের প্রবীণতম ইতিহাসবিদ সালাহ্উদ্দীন আহমদের বিশটি প্রবন্ধ নিয়ে এই বই। এতে একদিকে আছে বাঙালি জাতীয়তাবাদের উৎসভূমি, বাঙালি সমাজে পাশ্চাত্য প্রভাব, বাংলার রাজনৈতিক চিন্তা ও কর্মকাণ্ড এবং রামমোহন রায় ও ব্রাহ্মসমাজের প্রসঙ্গ, অন্যদিকে রয়েছে দক্ষিণ এশিয়ায় ইসলাম ও সংস্কৃতির রূপান্তর, মুসলিম ভাবজগতে ঐতিহ্য ও আধুনিকতার ছায়াপাত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি এবং মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের কথা। বিষয়ের বৈচিত্রে ও সংলগ্নতায়, তথ্যের প্রতুলতা ও বিশ্লেষণের গভীরতায়, ভাষার প্রাঞ্জলতা ও পরিবেশনের স্বচ্ছতায় গ্রন্থটি চিত্রাকর্ষক।
বইয়ের বিবরণ
উনিশ শতক থেকে বাঙালি মুসলমানের চিন্তা-চেতনা ও ভাবসংঘাতের পরিচয় রয়েছে এই বইয়ের প্রবন্ধগুলোতে। বস্ত্ততপক্ষে, গোড়া থেকেই বাঙালি মুসলমান-সমাজে রক্ষণশীলতার পাশাপাশি আত্মানুসন্ধান ও আত্মাবিষ্কারের একটি প্রয়াস চালু ছিল। পাশ্চাত্য শিক্ষা তথা জ্ঞান-বিজ্ঞানের প্রভাব যাকে নতুন নতুন জিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করিয়েছে, পৌঁছে দিয়েছে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে এক ভিন্নতর উপলব্ধিতে। এই সচেতনতার পথ বেয়ে ইতিহাসের অনেক চড়াই-উতরাই ও বাঁক পেরিয়ে সম্ভাবিত হয়েছে আজকের এই বাংলাদেশ নামক জাতি-রাষ্ট্রটি। অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ দীর্ঘদিন ধরে বাঙালি মুসলমানের ভাবজগৎ, তার প্রগতিমুখিতা ও পিছুটান নিয়ে গবেষণা ও লেখালেখি করে আসছেন। তাঁর সে তীক্ষ্ণ পর্যবেক্ষণশীল ও মননঋদ্ধ রচনাসম্ভার থেকেই বাছাই করা প্রবন্ধ নিয়ে এই বই পরিকল্পিত হয়েছে, প্রগতিমনা ও গণতন্ত্রে বিশ্বাসী পাঠকমাত্রেরই চিন্তা-চেতনাকে যা শাণিত ও সমৃদ্ধ করবে বলে আমাদের প্রত্যাশা।
- শিরোনাম ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবাদ গণতন্ত্র
- লেখক সালাহ্উদ্দীন আহমদ
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯০১৯৩৪৩
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
সালাহ্উদ্দীন আহমদ
জন্ম ১৯২৪ সালে ফরিদপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। এএম পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও পিএইচডি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবনে সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ১৯৪৮-এ যোগ দেন ঢাকা জগন্নাথ কলেজে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪-তে অবসর গ্রহণের পর একই বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ছিলেন। ২০১১ সালে জাতীয় অধ্যাপক হন। পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার। উল্লেখযোগ্য গ্রন্থ: Social Ideas and Social Change in Bengal: 1818-1835, Bengali Nationalism and the Emergence of Bangladesh: An Introductory Outline, History and Heritage: Reflections on Society Politics and Culture of South Asia, বাঙালির সাধনা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বরণীয় ব্যক্তিত্ব ও স্বাধীন সুহৃদ, উনিশ শতকে বাংলার সমাজ-চিন্তা ও সমাজ বিবর্তন, ইতিহাসের আলোকে প্রভৃতি।