ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবাদ গণতন্ত্র

লেখক: সালাহ্‌উদ্দীন আহমদ

বিষয়: ইতিহাস ও ঐতিহ্য

৪৬৫.০০ টাকা ২৫% ছাড় ৬২০.০০ টাকা

দেশের প্রবীণতম ইতিহাসবিদ সালাহ্‌উদ্দীন আহমদের বিশটি প্রবন্ধ নিয়ে এই বই। এতে একদিকে আছে বাঙালি জাতীয়তাবাদের উৎসভূমি, বাঙালি সমাজে পাশ্চাত্য প্রভাব, বাংলার রাজনৈতিক চিন্তা ও কর্মকাণ্ড এবং রামমোহন রায় ও ব্রাহ্মসমাজের প্রসঙ্গ, অন্যদিকে রয়েছে দক্ষিণ এশিয়ায় ইসলাম ও সংস্কৃতির রূপান্তর, মুসলিম ভাবজগতে ঐতিহ্য ও আধুনিকতার ছায়াপাত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি এবং মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের কথা। বিষয়ের বৈচিত্রে ও সংলগ্নতায়, তথ্যের প্রতুলতা ও বিশ্লেষণের গভীরতায়, ভাষার প্রাঞ্জলতা ও পরিবেশনের স্বচ্ছতায় গ্রন্থটি চিত্রাকর্ষক। 

সংগ্রহে আছে পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

উনিশ শতক থেকে বাঙালি মুসলমানের চিন্তা-চেতনা ও ভাবসংঘাতের পরিচয় রয়েছে এই বইয়ের প্রবন্ধগুলোতে। বস্ত্ততপক্ষে, গোড়া থেকেই বাঙালি মুসলমান-সমাজে রক্ষণশীলতার পাশাপাশি আত্মানুসন্ধান ও আত্মাবিষ্কারের একটি প্রয়াস চালু ছিল। পাশ্চাত্য শিক্ষা তথা জ্ঞান-বিজ্ঞানের প্রভাব যাকে নতুন নতুন জিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করিয়েছে, পৌঁছে দিয়েছে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে এক ভিন্নতর উপলব্ধিতে। এই সচেতনতার পথ বেয়ে ইতিহাসের অনেক চড়াই-উতরাই ও বাঁক পেরিয়ে সম্ভাবিত হয়েছে আজকের এই বাংলাদেশ নামক জাতি-রাষ্ট্রটি। অধ্যাপক সালাহ্‌উদ্দীন আহমদ দীর্ঘদিন ধরে বাঙালি মুসলমানের ভাবজগৎ, তার প্রগতিমুখিতা ও পিছুটান নিয়ে গবেষণা ও লেখালেখি করে আসছেন। তাঁর সে তীক্ষ্ণ পর্যবেক্ষণশীল ও মননঋদ্ধ রচনাসম্ভার থেকেই বাছাই করা প্রবন্ধ নিয়ে এই বই পরিকল্পিত হয়েছে, প্রগতিমনা ও গণতন্ত্রে বিশ্বাসী পাঠকমাত্রেরই চিন্তা-চেতনাকে যা শাণিত ও সমৃদ্ধ করবে বলে আমাদের প্রত্যাশা। 

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

সালাহ্‌উদ্দীন আহমদ

জন্ম ১৯২৪ সালে ফরিদপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। এএম পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও পিএইচডি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবনে সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ১৯৪৮-এ যোগ দেন ঢাকা জগন্নাথ কলেজে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪-তে অবসর গ্রহণের পর একই বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ছিলেন। ২০১১ সালে জাতীয় অধ্যাপক হন। পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার। উল্লেখযোগ্য গ্রন্থ: Social Ideas and Social Change in Bengal: 1818-1835, Bengali Nationalism and the Emergence of Bangladesh: An Introductory Outline, History and Heritage: Reflections on Society Politics and Culture of South Asia, বাঙালির সাধনা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বরণীয় ব্যক্তিত্ব ও স্বাধীন সুহৃদ, উনিশ শতকে বাংলার সমাজ-চিন্তা ও সমাজ বিবর্তন, ইতিহাসের আলোকে প্রভৃতি।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন