মহাশূন্যের একটি প্রচণ্ড রূপবতী এক নারী। ড্রোমাকিড। যে কি না একজন সামরিক ক্যাপ্টেনের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে দিশেহারা হয়ে যায় এবং সে আনন্দে নিজের অজান্তে তাদের গ্রহের শেষ সীমানায় একটা পাথরে বসে গুনগুন করে গান গাইতে থাকে। সেই গান ভেসে বেড়ায় মহাশূন্যের অনেকটা জায়গা জুড়ে। আর সেই গানের সুর রেকর্ড করে ফেলে পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিজ্ঞানী টিম।
বইয়ের বিবরণ
মহাশূন্যের একটি প্রচণ্ড রূপবতী এক নারী। ড্রোমাকিড। যে কি না একজন সামরিক ক্যাপ্টেনের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে দিশেহারা হয়ে যায় এবং সে আনন্দে নিজের অজান্তে তাদের গ্রহের শেষ সীমানায় একটা পাথরে বসে গুনগুন করে গান গাইতে থাকে। সেই গান ভেসে বেড়ায় মহাশূন্যের অনেকটা জায়গা জুড়ে। আর সেই গানের সুর রেকর্ড করে ফেলে পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিজ্ঞানী টিম। আর তারা ড্রোমাকিডের গানের সুর রেকর্ড করার মাধ্যমে জেনে যায় এ মহাশূন্যে পৃথিবী ব্যতীত অন্য এমন কোন গ্রহ আছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে। তখন তারা সেই গ্রহের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কি আছে তাদের মনে? কেউ জানে না।সেই গ্রহটার নাম হলো অ্যাসট্রাম। অ্যাসট্রামবাসীরা বুঝতে পারে মহাশূন্যে মানুষ নামক এক মহাদস্যুদের চোখে তারা পড়ে গেছে। তাদের দিকে অচিরেই ধেয়ে আসবে মানুষ নামক হিংস্র ডাকাত। এখন তাদের প্রয়োজন মানুষদের তাদের গ্রহের অবস্থান সম্পর্কে না জানানো। দূরত্ব বজায় রাখা আর আক্রমণ ঠেকানো এবং প্রয়োজনে আক্রমণ করা।পৃথিবীর সেরা সাতজন বিজ্ঞানী এই অ্যাসট্রাম গ্রহ নিয়ে গবেষণা করছে। তাদের মধ্যে আছে আশরাফ মাহমুদ। আশরাফ মাহমুদের মেয়ে হলো সুমাইয়া। সেও অসম্ভব সুন্দরী একজন জেদি আর অভিমানী মেয়ে।অ্যাসট্রাম গ্রহ থেকে সাতজন ক্যাপ্টেনকে পাঠানো হয় পৃথিবীতে যাদের কাজ হলো পৃথিবীর এই সেরা সাতজন বিজ্ঞানীকে খুন করে তাদের গ্রহ সম্পর্কে গবেষণাটা চিরতরে বন্ধ করে দেওয়া। আর সেই টিমের ক্যাপ্টেনদের ক্যাপ্টেন হলো ড্রোমাকিডের প্রেমিক। যে পৃথিবীতে এসে মানুষের রূপ ধরেছে আর তার একটা নকল নাম এখন রাখা হয়েছে। আসাদ।আসাদের সাথে দেখা হয় সুমাইয়ার। আসাদের প্রেমে পড়ে যায় সুমাইয়া। আর আসাদ বুঝতে পারে সুমাইয়া হলো তুরুপের তাস। সে সুমাইয়ার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে যেন সে সুমাইয়ার বাবা বিজ্ঞানী টিমের লিডার আশরাফ মাহমুদের ল্যাব পর্যন্ত পৌঁছাতে পারে।কিন্তু সবকিছু সহজ নয়। এর মধ্যে ঘটে যায় আরো বড় বড় ঘটনা। সামনে এসে পড়ে জাবেদ ফারুক আর শিহাব ফারুক। দৃশ্য মোড় নেয় একটা করুন পরিণতিতে যা আসাদ নামক ক্যাপ্টেন কখনো কল্পনা করতে পারেনি।এই গল্পটা হলো ড্রোমাকিড আসাদ আর সুমাইয়ার প্রেমের গল্প। যেখানে আবেগের কাছে পরাস্ত হয়ে যায় কঠিন বাস্তবতা।
- শিরোনাম ড্রোমাকিড
- লেখক আরকান ফয়সাল
- প্রকাশক অনিন্দ্য প্রকাশ
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯৯৯০৪৬৮
- প্রকাশের সাল ২০২৫
- মুদ্রণ ১ম মুদ্রণ
- বাঁধাই হার্ডকবার
- পৃষ্ঠা সংখ্যা ১১২
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।