ভোলা বাবু না কিচ্ছু মনে রাখতে পারে না! তোমরা কেউ তো তার মতো নয়, তাই না? এই ধরো, জুতার নাম যে বুট, সেটাই হয়তো সে ভুলে গেল! ওদিকে স্কুলের ক্লাসে যে একের পর এক কত ঘটনা-এত কিছু ঘটে যে ঢুলু স্যার রোল কলই করতে পারেন না। আরেকটা কথা বলো তো, তোমরা কেউ হই হই কাজিকে চেনো? আর কাজী নজরুল ইসলামকে? কিন্তু তাদের দুজনের মধ্যে সম্পর্ক কী? আমি বলব না, পড়েই দেখো!