নেরুদাসমুদ্রে জেগে ওঠে লবণদ্রোহ,
তাঁর কবিতার নোনাজলে ভাসে পিনোশের প্রভুভক্ত ভূত;
আখমাতোভার লেলিনগ্রাদে জমে থাকে অভিযোগের বল্লম, অনাহারের ছায়া—
সে ছায়ায় লেখা হয় স্তালিনের বিরুদ্ধবাক্য—
এতে ছিলনা বেদনা, ছিল শুকিয়ে যাওয়া রক্তদাগ।
বইয়ের বিবরণ
নেরুদাসমুদ্রে জেগে ওঠে লবণদ্রোহ,
তাঁর কবিতার নোনাজলে ভাসে পিনোশের প্রভুভক্ত ভূত;
আখমাতোভার লেলিনগ্রাদে জমে থাকে অভিযোগের বল্লম, অনাহারের ছায়া—
সে ছায়ায় লেখা হয় স্তালিনের বিরুদ্ধবাক্য—
এতে ছিলনা বেদনা, ছিল শুকিয়ে যাওয়া রক্তদাগ।
মায়াকোভস্কির শব্দভাণ্ডার ভেঙে পড়ে ক্রেমলিনের পূব দেয়াল রেডস্কয়ারে— বিপরীতে কবির আত্মহত্যায় জ্বলে ওঠে রাষ্ট্রদ্রোহের আনাড়ি মোমবাতি।
দূরের বাগানে নাজিম হিকমতের কলমে জন্ম নেয় লাল গোলাপ, তুরস্কের চন্দ্রমুখী জেলখানায় জেগে ওঠে কাব্যের অস্ত্রভাণ্ডার;
ম্যান্ডেলস্টামের মুখে আটকে যায় রক্তহিম শীতল বাতাস,
যে বাতাসে মিশে থাকে গুলাগের কনসেনট্রেশন ক্যাম্পের গন্ধ।
ব্রেখটের দূরত্বের ক্রিয়া নাট্যকাব্যে হাঁসফাঁস করে
ফ্যাসিবাদী কাকের দল,
এপোলিনেয়ারের ক্যালিগ্রামে লুকিয়ে থাকে
বিশ্বযুদ্ধের গুপ্তচর;
গার্সিয়া লোরকার রক্তে স্নান করে জাগে
ফ্ল্যামেনকো-বিদ্রোহ, অসংখ্য তরুণ।
আর মাহমুদ দারবিশের জবানে ফিলিস্তিন হয়ে ওঠে
এক জীবন্ত মানচিত্র।
সিলভিয়া প্লাথের হৃদয়চুল্লিতে পোড়ে যৌনতার কিংবদন্তী গদ্য, তাঁর আত্মহত্যা পুরুষতন্ত্রের বিরুদ্ধে বিষাদময় অস্ত্র;
অডেনের কবিতায় ধ্বনিত হয় স্প্যানিশ গৃহযুদ্ধের রাশি রাশি বুলেট,
আর ফ্যাননের শব্দভাণ্ডার উড়ে যায় আলজেরিয়ার মুক্তিবাহিনীর পতাকায়।
ল্যাংস্টন হিউজের জ্যাজ কবিতায় কাঁপে হারলেমের নিরস্ত্র রাত, রিদম এ্যান্ড ব্লুজের সুরে মিশে যায় কালো মানুষের রক্তাক্ত ইতিহাস;
এমিলি ডিকিনসনের বর্ণিল ড্যাশগুলো হয়ে ওঠে নারীর মৌনতার ধারালো ছুরি,
আর বোর্হেস, বোর্হেসের— অন্ধত্বে দেখা যায় স্বৈরাচারের অদৃশ্য জগৎ।
- শিরোনাম কবিরা আজীবন বিরোধী দল
- লেখক আশরাফ জুয়েল
- প্রকাশক বুনন প্রকাশন
- প্রকাশের সাল ২০২৫
- মুদ্রণ ১ম মুদ্রণ
- বাঁধাই হার্ডকবার
- পৃষ্ঠা সংখ্যা ৭২
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আশরাফ জুয়েল
আশরাফ জুয়েল জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৭৭, মহারাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। চিকিৎসাবিজ্ঞানে স্নাতকোত্তর করে বর্তমানে বিআরবি হাসপাতাল লিমিটেডের ক্রিটিক্যাল কেয়ার বা ইনটেনসিভ কেয়ার ও ইমার্জেন্সি মেডিসিন বিভাগের কনসালট্যাণ্ট হিসেবে দায়িত্বরত। এর বাইরে লেখালেখিই একমাত্র নেশা। ব্যক্তিজীবনে দুই সন্তানের জনক। সহধর্মিণী ডা. রওশন আরা খানম ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ। প্রকাশিত গ্রন্থ চারটি। প্রথম গল্পগ্রন্থ ‘রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প’ জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারে ভূষিত এবং পাঠক ও সমালোচক মহলে সমাদৃত৷ পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন ‘ইতিকথা মৈত্রী সাহিত্য সম্মাননা ২০১৭’ ‘পূর্বপশ্চিম সাহিত্য পত্রিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক। ই-মেইল: ashrafjewel78@gmail.com