বইয়ের বিবরণ
এলিয়ট বলেন, ‘কবিতা রচনা হলো রক্তকে কালিতে রূপান্তর করার যন্ত্রণা’ আমি বলি, কবিতা হলো মানুষের মস্তিষ্কের খোঁড়াক, হৃদয়ের তৃষ্ণা। কবিতা মানুষকে ভাবায় ,অনুভুতি যোগায়। জগতের সব অভাব, দুঃখ,ক্রোধ,অভিমান,অনুরাগ কবিতায় পাওয়া যায়। যদি ব্যক্তিগত সময়ের সান্নিধ্যে তৈরি হয় নিস্তব্ধতা, একাকিত্ব কিংবা দৃঢ়তা। সেসকল বহিঃপ্রকাশকে আমি বলি "কোলাহল"। জীবনের বিনিময়ে কাব্য বিনির্মানের যে চেষ্টা, তা কেবল পাঁজরের দুঃসাধ্য চিরায়িত মনোভাব। সব কিছু মিলিয়ে যখন ধুলোপড়া দীর্ঘশ্বাসের গল্প জমে,তাকেই বলি "পাঁজর জুড়ে কোলাহল"
- শিরোনাম পাঁজর জুড়ে কোলাহল
- লেখক আফনান আহমেদ রাশেদ
- প্রকাশক শিখা প্রকাশনী
- প্রকাশের সাল ২০২৫
- মুদ্রণ 1st published
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা ৮০
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আফনান আহমেদ রাশেদ
আফনান আহমেদ রাশেদ জন্মঃ ৫'ই অক্টোবর, নারায়ণগঞ্জ। -ছেলেবেলা থেকেই লেখক চঞ্চল, ভদ্র-দুষ্টু ও মিশুক স্বভাবে সংমিশ্রণে বেড়ে উঠেছেন। সৃজনশীল কাজের প্রতি তার যত্তসব আগ্রহ! মেধাবী এই তরুণ বর্তমানে পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকায় । অন্যকে হাসি-খুশি রাখতে বেশ পছন্দ করেন,তাই হয়তো শখের বসে'ই স্ট্যান্ড আপ কমেডি শুরু করেছিলেন। সেই যাত্রা চলতে চলতে দেশ ছাপিয়ে বিদেশের মাটিতেও প্রশংসা কুড়িয়ে আনেন। ছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল সিজন দশের অন্যতম ফাইনালিস্ট। মানুষের ভালোবাসা তাকে বিমোহিত করে বলেই, রেডিও,টেলিভিশন, মঞ্চ কিংবা স্টেজ শো তে নিজেকে এখনও সরব রেখেছেন। তবে,নিজেকে নিয়ে আরো ভিন্ন ভাবে স্বপ্ন দেখেন। কে জানে! কি এমন সুপ্ত অনুপ্রেরণা, আগামীর জন্য পুষে রাখছেন।