বইয়ের বিবরণ
অমাবস্যার রাতে কে এসেছিল! এই গল্পটা সত্যিকারের ভয়ের গল্প, গা ছমছম ভূতের গল্প। আবার বোকা গুডুবুড়ার বোকামির গল্প কিংবা চালাক গুড্ডুবুড়ার দারুণ বুদ্ধির পরিচয় আমরা পাব একাধিক গল্পে। আছে সফল মানুষের সফলতার উদাহরণ। আছে সুখ-দুঃখ হাসি-কান্না। গল্পগুলো মজার ।
আরও আছে মুক্তিযুদ্ধের গল্প। দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এসব গল্প পড়ে।
শিশু-কিশোরদের ভালো লাগবেই ।

আনিসুল হক
জন্ম ৪ মার্চ ১৯৬৫, নীলফামারী। শৈশব ও বাল্যকাল কেটেছে রংপুরে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা, ভ্রমণকাহিনি, শিশুসাহিত্য—সাহিত্যের নানা শাখায় সক্রিয়। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সে সময়ের মানুষদের নিয়ে তাঁর লেখা উপন্যাসের ছয়টি পর্ব—‘যারা ভোর এনেছিল’, ‘উষার দুয়ারে’, ‘আলো-আঁধারের যাত্রী’, ‘এই পথে আলো জ্বেলে’, ‘এখানে থেমো না’ ও ‘রক্তে আঁকা ভোর’। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার। তাঁর বই বিভিন্ন ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে দেশ-বিদেশে।