বাঙালির এক চিরকালীন মাস্টারমশাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রতিষ্ঠানে কিংবা সামাজিক জীবনে, ধর্মীয় বিশ্বাসে কিংবা বিজ্ঞানমনস্ক যুক্তিবাদিতায়, চরম কঠোরতায় কিংবা পরম করুণায়- বিদ্যাসাগরের জীবন ও কর্ম অধ্যয়ন আজও বাঙালির জীবনে একটি অবশ্যপাঠ্য গ্রন্থের মতো গুরুত্বপূর্ণ। বাঙালি রেনেসাঁর অন্যতম প্রবাদপ্রতিম এই প্রাণপুরুষের জীবন সম্পর্কে আজও মানুষের সমান আগ্রহ। শিশুমনে আদর্শ-ভক্তি-নিয়মানুবর্তিতার বীজ বপন করার জন্যে গুরুজনেরা আজও শিশুদেরকে বিদ্যাসাগরের গল্প বলে শোনান। ইন্দ্রমিত্র রচিত ‘বিদ্যাসাগরের ছেলেবেলা’ বইটি মূলত একটি শিশুতোষ রচনা। তবে পরিণত বয়সের বিভিন্ন ঘটনাও প্রাসঙ্গিকভাবে স্পর্শ করেছে এই বইটিকে। বিদ্যাসাগরের পূর্বপুরুষের ইতিহাস, তাঁর পারিবারিক পরিচয়, জন্মকাহিনি, গ্রামের পরিস্থিতি, শৈশবের চমকপ্রদ ঘটনাবলি, কলকাতায় আগমন, বাবার সাথে বাসাবাড়িতে অবস্থানপূর্বক নানারকম দায়দায়িত্ব পালন, হিন্দু স্কুল এবং সংস্কৃত কলেজে অধ্যয়ন প্রভৃতি প্রসঙ্গ বিধৃত হয়েছে এই বইয়ে। উত্তরকালে পর্বতপ্রতিম অবিচলপ্রতিজ্ঞ, সূর্যের মতো তেজোদীপ্ত, আকাশের মতো উদার, পাষাণের মতো কঠোর, মহীরুহের মতো মায়াময় ছায়াময় আশ্রয় এবং করুণাঘন যে বিদ্যাসাগরের আশীর্বাদ লাভ করে বাংলাদেশের মানুষ ধন্য হয়েছে সেই বিদ্যাসাগরের আভাস ছেলেবেলায় ঈশ্বরচন্দ্রের চরিত্রের মধ্যে প্রকাশিত হয়ে উঠেছিল। এ বই ঈশ্বরচন্দ্রের ‘বিদ্যাসাগর এবং করুণাসাগর’ হয়ে ওঠার প্রস্তুতিপর্বের আখ্যান।
বইয়ের বিবরণ
- শিরোনাম বিদ্যাসাগরের ছেলেবেলা
- লেখক ইন্দ্রমিত্র
- প্রকাশক কবি প্রকাশনী
- আইএসবিএন ৯৭৮-৯৮৪-৯৪১০৩-৬-২
- প্রকাশের সাল ২০১৯
- মুদ্রণ 1st
- বাঁধাই Hardcover
- ভাষা ইংরেজি
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।