বইয়ের বিবরণ
হাসপাতালের সামনে আসতেই চারদিকের আলো বন্ধ হয়ে যায়। মানে হয় লোডশেডিং। বুকটা ছ্যাঁত করে ওঠে। এরপরই প্রচÐ আলো দিয়ে আকাশে বিদ্যুৎ চমকে উঠল। সঙ্গে বিকট আওয়াজ, হলকা হালকা বৃষ্টি শুরু হলো। হাসপাতালের গলি দিয়ে নামছি আর তখনই বৃষ্টি শুরু হলো। রাস্তার দুপাশে দেওয়াল, জোরে বৃষ্টি আসলে কোথাও দাঁড়াব সে উপায় নাই। প্রচÐ অন্ধকারে কিছুই দেখতে পাই না। মাঝেমধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে সেই আলোতে পথ দেখে চলছি কঙ্কালের মতো মর্গের ভবনটা যেন আমার দিকে হাঁ করে চেয়ে আছে। হাসপাতাল দেওয়াল দিয়ে ঘেরা মর্গের ভবন ছাড়াও কয়েকটা পুরাতন ভবন দেখা যায়, সেখানে কোনো মানুষ বাস করে না, অনেকদিন আগে থেকেই এগুলো পরিত্যক্ত। গলির অপর পাশে, বাগান আর ঘন জঙ্গল। সেখান থেকে নানান রকম শব্দ ভেসে আসছে, গা হিম করা শব্দে প্যাঁচা ডেকে উঠল। আবার কয়েকটা শেয়াল একই স্বরে ডেকে ওঠে। আরেকটু এগুলে দুটো বিড়াল ঝগড়া করছে, কী যে ভয়ংকর ঝগড়া। মাঝেমধ্যে কুকুরের কান্নার শব্দ ভেসে এলো। আমার শরীর ভারি হয়ে এসেছে। বৃষ্টি বেড়ে যাচ্ছে, সঙ্গে ঠান্ডা বাতাসে শরীর অবশ করে দিচ্ছে। আমি জোরে জোরে হাঁটার চেষ্টা করছি। চারদিকে নিকশ অন্ধকার। সময়ও যেন খুব ধীরে চলছে। সামনে দিয়ে একটি কালো বিড়াল দৌড়ে চলে গেল।
- শিরোনাম লৌকিক অলৌকিক
- লেখক আব্দুল্লাহ আল সুমন
- প্রকাশক বাংলাপ্রকাশ
- আইএসবিএন ৯৭৮৯৮৪৪২৯২৯৫৬
- প্রকাশের সাল ২০২৪
- মুদ্রণ 1st
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা ১১২
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।