স্মৃতির শহর বরিশাল

লেখক: সেলিম জাহান

বিষয়: ৪০ পর্যন্ত ছাড়ের বই

৩৬০.০০ টাকা ২০% ছাড় ৪৫০.০০ টাকা

দেশে-বিদেশে ড. সেলিম জাহানের পরিচিতি একজন কৃতবিদ্য অর্থনীতিবিদ হিসেবে। কিন্তু তাঁর রয়েছে একজন কথাশিল্পীর চোখ আর সংবেদনশীল মন। লিখতে পারেন খুব কাব্যিক আর আকর্ষক গদ্য, পাঠককে যা সহজে টেনে নেয়। এ বইয়ে তিনি ফিরে গেছেন তাঁর শৈশব-কৈশোরের স্মৃতির শহর বরিশালে এবং তুলে ধরেছেন তাঁর হিরণ্ময় স্মৃতি, যা অন্যদেরও স্মৃতিমেদুর করে তোলে।

পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

জন্মেছিলেন পঞ্চাশ দশকের বরিশালে। শৈশব ও কৈশোর কেটেছে ঐ মফস্বল শহরেই। তারপর লেখাপড়া ও কর্মসূত্রে বাস করেছেন নানান শহরে এবং ঘুরেছেন নানান দেশে। কিন্তু কখনও ভোলেননি বরিশালকে- যে শহর তাঁর হৃদয়ে গাঁথা হয়ে গিয়েছে স্বপ্নের ও স্মৃতির শহরে।

তাঁর স্মৃতির শহরকে তিনি দেখেছেন তাঁর শৈশব আর কৈশোরের চোখ দিয়ে। সে স্মৃতিতে উঠে এসেছে কিছু মায়াময় ঘটনার কথা, কিছু অনন্যসাধারণ মানুষের কথা, তাঁর পারিপার্শ্বিকতার কথা। বড় মমতার সঙ্গে এক স্বাদু গদ্যে তিনি লিখেছেন সে সব কথা। তাঁর বর্ণনায় মূর্ত হয়ে উঠেছে সেই সময়টিও। সব কিছুর সঙ্গে তিনি ধরেছেন পঞ্চাশ-ষাটের দশকের সময়কেও।

পঞ্চাশ-ষাটের দশকে যাঁদের বড় হয়ে ওঠা সেদিনের বরিশালে, তাঁরা এ গ্রন্থস্থিত লেখাগুলোর সঙ্গে একটি একাত্মতা খুঁজে পাবেন। যাঁরা বরিশালের বাইরের, তাঁদের কাছেও এ সব লেখার প্রাসঙ্গিকতা অনেক। কারণ সে সময়ে বাংলাদেশের জেলা শহরগুলোর যাপিত জীবনের ধারার অভিন্নতা লক্ষ্যণীয়।

স্মৃতির তাড়না থেকে নয়, বরং স্মৃতির চালনা থেকে উদ্ভূত এ সব লেখা থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অতীতের জীবন ও জগৎ সম্পর্কে একটি বড় মায়াময় গুরুত্বপূর্ণ চালচিত্র পাবেন।

লেখক পরিচিতি 

সেলিম জাহান অর্থনীতিবিদ, শিক্ষক ও লেখক। জন্ম ১৯৫১ সালে বরিশালে। প্রথম দিকের শিক্ষা বরিশাল জিলা স্কুল ও বি.এম কলেজে। বিশ্ববিদ্যালয় শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ও কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে ১৯৮৩ সালে তিনি অর্থনীতিতে পি.এইচ. ডি ডিগ্রি লাভ করেন।

তাঁর কর্মজীবনের শুরু ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকতা দিয়ে। পরে শিক্ষকতা ও গবেষণা করেছেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ও যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশ্বব্যাংক, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাতিসংঘের নানান সংস্থায়।

১৯৯২ সালে তিনি নিউ ইয়র্কের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি সে সংস্থার দারিদ্র বিমোচন বিভাগের পরিচালক পদে বৃত হন। ২০১৮ সালে তিনি উপর্যুক্ত সংস্থার মানব উন্নয়ন প্রতিবেদনের পরিচালক ও মূখ্য লেখক হিসেবে অবসর গ্রহণ করেছেন।

আশির দশকে বেতার ও টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক ছিলেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির মহাসচিব নির্বাচিত হন।

সেলিম জাহান এক ডজন গ্রন্থের রচয়িতা। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি, শার্সিতে স্বদেশের মুখ, বেলা-অবেলার মুখ, স্বল্প কথার গল্প, পরানের অতল গহিনে, Overcoming Human Poverty, Freedom of Choice, Deprivation and Development. তাঁর স্বল্প কথার গল্প ২০২০ সালের মুক্তধারার 'শহীদ কাদরী স্মৃতি পুরস্কার' লাভ করেছে।

  • শিরোনাম স্মৃতির শহর বরিশাল
  • লেখক সেলিম জাহান
  • প্রকাশক সূচীপত্র
  • আইএসবিএন ৯৭৮-৯৮৪- ৯৭৬৬৭-৮-০
  • প্রকাশের সাল ২০২৪
  • মুদ্রণ ১ম
  • বাঁধাই Hardcover
  • পৃষ্ঠা সংখ্যা ১৪৯
  • ভাষা বাংলা

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

সেলিম জাহান

জন্ম ১৯৫১ সালে বরিশালে। স্কুল ও কলেজ পর্যায়ে পড়াশোনা যথাক্রমে বরিশাল জিলা স্কুল ও বিএম কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। পেশাজীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে। পরে কানাডা ও যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের পরিচালক। ইতিপূর্বে বিশ্বব্যাংক, আইএলও, ইউএনডিপি এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনে পরামর্শক ও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এ যাবৎ প্রকাশিত উল্লেখযোগ্য বই বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি, অর্থনীতি-কড়চা, শার্সিতে স্বদেশের মুখ, Freedom for Choice, Development and Deprivation and Overcoming Human Poverty.

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন