অনুসুর শব্দের অর্থের মাঝেই এই গ্রন্থের ১২ টি গল্পের বিষয়বস্তুর আভাস পাওয়া যায়। অনুসুর হলো বছরের সেই দিন যেদিন পৃথিবী সূর্যের কক্ষপথের সবচেয়ে নিকটতম অবস্থানে থাকে। তাই সাধারণভাবে মনে হতে পারে এই দিনটি উষ্ণতম দিন।
কিন্তু অদ্ভুতভাবে উত্তর ও দক্ষিণ গোলাধে শীতলতম মাসেই পৃথিবী অনুসূরে অবস্থান করে। কারণ সূর্যের কাছাকাছি অবস্থানের উপর পৃথিবীর উষ্ণতা বা শীতলতা নির্ভর করে না, নির্ভর করে সূর্যের কিরণ দেওয়ার অবস্থানের উপর।
ঠিক তেমনি এই গল্পগ্রন্থের চরিত্রদের প্রায় সবারই অবস্থান আমাদের খুব কাছে হলেও, আমাদের হৃদয়ের উষ্ণতা তারা পায় না। তবে মাঝে মাঝে কোন ঘটনায় একটা শান্ত জলাশয়ের ছোট্ট একটা ঢিল ছুঁড়লে যে ক্ষনস্থায়ী তরঙ্গের সৃষ্টি হয়, কারো কারো মন সেটুকু আন্দোলিত হয় মাত্র। তাও স্থিরতা ফিরে পায় মুহুর্তেই। এভাবেই বয়ে চলছে যুগান্তরের লহরী। অনুসুর শব্দের অর্থের মাঝেই এই গ্রন্থের ১২ টি গল্পের বিষয়বস্তুর আভাস পাওয়া যায়। অনুসুর হলো বছরের সেই দিন যেদিন পৃথিবী সূর্যের কক্ষপথের সবচেয়ে নিকটতম অবস্থানে থাকে। তাই সাধারণভাবে মনে হতে পারে এই দিনটি উষ্ণতম দিন।
কিন্তু অদ্ভুতভাবে উত্তর ও দক্ষিণ গোলাধে শীতলতম মাসেই পৃথিবী অনুসূরে অবস্থান করে। কারণ সূর্যের কাছাকাছি অবস্থানের উপর পৃথিবীর উষ্ণতা বা শীতলতা নির্ভর করে না, নির্ভর করে সূর্যের কিরণ দেওয়ার অবস্থানের উপর।
ঠিক তেমনি এই গল্পগ্রন্থের চরিত্রদের প্রায় সবারই অবস্থান আমাদের খুব কাছে হলেও, আমাদের হৃদয়ের উষ্ণতা তারা পায় না। তবে মাঝে মাঝে কোন ঘটনায় একটা শান্ত জলাশয়ের ছোট্ট একটা ঢিল ছুঁড়লে যে ক্ষনস্থায়ী তরঙ্গের সৃষ্টি হয়, কারো কারো মন সেটুকু আন্দোলিত হয় মাত্র। তাও স্থিরতা ফিরে পায় মুহুর্তেই। এভাবেই বয়ে চলছে যুগান্তরের লহরী।
বইয়ের বিবরণ
- শিরোনাম অনুসূর
- লেখক রুমানা আক্তার
- প্রকাশক চন্দ্রবিন্দু প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯৮৪৯৫১৩
- প্রকাশের সাল ২০২৪
- মুদ্রণ 1st
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা ৮০
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।