বইয়ের বিবরণ

কারমিদিজ (ইংরেজিতে কারমিডিজ; গ্রিকে খারমিদেস)।কারমিদিজ ছিলেন প্লেটোর মাতুল। এই সংলাপটিতে আমরা সক্রেটিসের সাথে কিশোর কারমিদিজকে ‘সফ্রোসিনে’, তথা ‘আত্মনিয়ন্ত্রণ’, ‘সংযম’ নিয়ে আলোচনা করতে দেখি। সক্রেটিস সবেমাত্র পতিদিয়ার যুদ্ধ থেকে ফিরেছেন, কিন্তু দার্শনিক আলোচনায় তিনি এতটাই ব্যাকুল ছিলেন যে, ফিরে এসেই দর্শনে দীক্ষিত হওয়ার সম্ভাবনাময় কিশোর-যুবকদের খোঁজে বেরিয়ে পড়েন। কারমিদিজ তেমন এক সম্ভাবনাময় কিশোর হিসেবে দেখা দেয়, তাই সক্রেটিস তাকে দীক্ষিত করতে উদ্যোগী হন। আলোচনায় কারমিদিজ কিছু সংজ্ঞা তুলে ধরেন, যেমন, ‘সফ্রোসিনে’ হলো ‘এক ধরনের নীরবতা’, বা ‘নিজের কাজে নিমগ্ন হওয়া’, অথবা, ক্রিতিয়াসের ভাষায়, ‘তা আত্মজ্ঞান’। কোনোটিই সম্পূর্ণ বর্ণনা হিসেবে দেখা দেয় না। গ্রিসে এই সদ্গুণটিকে গভীর ও জটিল এক গুণ হিসেবে দেখা হতো; যেমন মনে হতো যে, ‘সফ্রোসিনে হচ্ছে নিজের সম্পর্কে সুপ্রণীত চেতনা এবং অন্যদের সঙ্গে সম্পর্কিত করে নিজের বৈধ কর্তব্যপালন (সেক্ষেত্রে তাতে যুক্ত থাকবে আত্মনিয়ন্ত্রণ ও সম্মান প্রদর্শন)। এটি হচ্ছে আভিজাত্যের সর্বোচ্চ মূল্যবোধ যাতে যুক্ত থাকে মর্যাদা এবং আত্মনির্দেশনা।’ এই গুণটিকে রিপাবলিকসহ অন্যান্য সংলাপে সদ্গুণের এক মূল উপাদান বা অংশ হিসেবে তুলে ধরা হয়েছে; আমরা সংলাপটিতে তার বিশদ আলোচনার সন্ধান পাই।

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন