১১৮.৪০ টাকা
২৬% ছাড়
১৬০.০০ টাকা
বইয়ের বিবরণ
সারমর্মআয়েশা অভাবের তাড়নায় তিন বছরের শিশুপুত্র জামালসহ তিন সন্তানের জনক কদম আলীকে বিয়ে করে। শারীরিকভাবে অক্ষম সতীন নার্গিস প্রথমে আয়শাকে কোনো অবস্থাতেই মেনে নিতে চায়নি। পরবর্তীতে সংসারের যাবতীয় কাজের দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ায় শত ইচ্ছার বিরুদ্ধে থেকেও আয়শাকে নার্গিস নিজের সতীন হিসাবে মেনে নেয়। বিয়ের পর থেকে আয়শা কদম আলীর সংসারে দিন-রাত চাকরাণীর মতো খেটে যেতে থাকে। নার্গিসের বড় দুই ছেলে স্কুলে পড়তে দেখে জামালেরও স্কুলে পড়ার ইচ্ছা জাগে। আয়শা অনেক অনুনয়-বিনয় করে নার্গিসকে রাজি করিয়ে জামালকে স্কুলে ভর্তি করে। জামাল নিয়মিত স্কুলে যাওয়া-আসা করে এবং প্রতিবছর একটি একটি ক্লাস উর্ত্তীন হয়ে অষ্টম শ্রেণিতে উঠেছে। ইতিমধ্যে জামাল লেখা-লেখিতে মনোযোগী হয়েছে। বিখ্যাত লেখকদের বই পড়ার পাশাপাশি নিজেও কবিতা-গল্প লেখা শুরু করেছে। এস.এস.সি. পরীক্ষার পূর্বেই হাড়ভাঙ্গা খাটুনিতে অসুস্থ হয়ে আয়শা মৃত্যুবরণ করে। আয়শার বিবাহসূত্রে কদম আলীর বাড়িতে জামালের আশ্রয় মিলেছিল। আয়শার মৃত্যুর পরেরদিনই জামাল কদম আলীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে আশ্রয় নেয় বিধবা বেদেনী পদ্মাবতীর ভাসমান নৌকাতে। পরবর্তীতে বেদে পল্লীর লোকদের মাধ্যমে জামাল ও পদ্মাবতীর নামে কুৎসা সারা গ্রামে রটে যাওয়ায় শাস্তিস্বরূপ দু’জনই গ্রাম ছাড়া হয়। জামাল জীবিকা নির্বাহের জন্য রংপুর শহরের এক হোটেলে ওয়েটারের কাজ নেয়। কাজের ফাঁকে ফাঁকে জামালের সাহিত্যচর্চাও চলতে থাকে। এরপর বাসের হেলপার, প্রেসের হ্যান্ড কম্পোজের কাজ এবং সর্বোপরি ঢাকার কমলাপুরে কুলির কাজ করে জীবিকা নির্বাহ করে। এত কিছুর পরেও জামাল লেখা-লেখি ছাড়েনি। রাস্তার ল্যাম্প-পোস্টের বাতির আলোতেও জামালকে লেখা-লেখি করতে দেখা গিয়েছে। অবশেষে “দেশ প্রেমিক” নামে একটি বড় আকারের উপন্যাস লিখে সমাপ্তি টেনেছে। জামালের “দেশ প্রেমিক” উপন্যাসটি কোন প্রকাশকই ছাপতে রাজি নয়, ছাপার খরচ উঠে আসবেনা এই সংশয়ে। অবশ্য কোন কোন প্রকাশক টাকার বিনিময়ে ছাপতে চেয়েছেন। গর্ভবতী মায়ের পেটে দশ মাস দশ দিন সন্তান লালন পালন হওয়ার পর ভূমিষ্ট না হওয়া পর্যন্ত মা’র প্রসববেদনা শুরু হয়ে যায়, তেমনি অবস্থা হয়েছে জামালের বই প্রকাশ করতে না পেরে। জামাল ও হাবিবের অনেক অনুনয়-বিনয়ের পর বাংলাবাজারের এক প্রকাশক “দেশ প্রেমিক” উপন্যাসটি প্রকাশ করতে রাজি হয়।
- শিরোনাম প্রসব বেদনা
- লেখক সাদত আল মাহমুদ
- প্রকাশক কাকলী প্রকাশনী
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯৩১০১৩৬
- পৃষ্ঠা সংখ্যা ৮৮
- দেশ Bangladesh
- ভাষা Bengali
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই