বইয়ের বিবরণ
মার্কিন কথাসাহিত্যের বরপুত্র আর্নেস্ট হেমিংওয়ে ছিলেন একাধারে নন্দিত ও নিন্দিত। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই মানুষটি দুটি বিশ্বযুদ্ধই প্রত্যক্ষ করেন। প্রথমটিতে মারাত্মক আহত হয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান তিনি। পরবর্তী জীবনে দুবার বিমান দুর্ঘটনায় নিজের ও স্ত্রীর মৃত্যুর খবর পড়েছেন সংবাদপত্রে। অ্যাম্বুলেন্সচালক ও সমর সাংবাদিক হিসেবে রণক্ষেত্রে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সময়ে শিকার, মুষ্টিযুদ্ধ, ষাঁড়ের লড়াই, গভীর সমুদ্রে মাছ ধরাসহ নানা দুঃসাহসিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। ছাত্রজীবন থেকেই বিভিন্ন বয়সী নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, পরবর্তী জীবনে যাঁদের মধ্যে ছিলেন এক আফ্রিকান কৃষ্ণাঙ্গ তরুণীও। বিভিন্ন সময়ে একাধিক পক্ষের হয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি গুপ্তচরবৃত্তি করেছেন, প্রমাণিত ও অনুমাননির্ভর এমন ভূমিকার কথাও উপেক্ষা করা যায় না। তাঁর প্যারিস-জীবন নিয়ে মরণোত্তরকালে প্রকাশিত বিতর্কিত স্মৃতিগ্রন্থটির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হলে তা আবার নতুন বিতর্কের সৃষ্টি করে। হেমিংওয়ের জীবনের এ ধরনের নানা প্রসঙ্গ নিয়ে এই বইয়ে চারটি গবেষণালব্ধ রচনা সন্নিবেশিত হয়েছে, যা পাঠে রমণীমোহন, দুঃসাহসী ও শক্তিশালী এই সাহিত্যিক প্রতিভা ও বিতর্কিত মানুষটিকে চেনা যাবে।
- শিরোনাম গোয়েন্দা হেমিংওয়ে ও তাঁর প্রেমিকাদের খোঁজে
- লেখক ফারুক মঈনউদ্দীন
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯৮৩৫০৫৯
- প্রকাশের সাল ২০২৪
- মুদ্রণ 1st published
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা ১৮০
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
ফারুক মঈনউদ্দীন
জন্ম ১৯৫৮ সালে, চট্টগ্রামে। পেশায় ব্যাংকার আর নেশায় কখনো গল্পকার, কখনো অর্থনীতি বিশ্লেষক, কখনো অনুবাদক, আবার কখনো ভ্রমণলেখক। মূলত কবিতা এবং গল্পলেখার মধ্য দিয়ে শুরু করলেও পরবর্তী সময়ে একে একে তাঁর শাখা মেলতে থাকে বিষয় থেকে বিষয়ান্তরে। এযাবৎ প্রকাশিত গ্রন্থগুলো থেকে বিভিন্ন ক্ষেত্রে তাঁর আগ্রহ এবং পদচারণের পরিচয় মিলবে। এগুলোর মধ্যে রয়েছে গল্পগ্রন্থ তিনটি, অনুবাদ তিনটি, ভ্রমণ চারটি, অর্থনীতি-ব্যাংকিং বিষয়ে গ্রন্থ তিনটি ও প্রবন্ধগ্রন্থ একটি। তাঁর অনূদিত জীবনানন্দের সাহিত্যিক জীবনী অনন্য জীবনানন্দ গ্রন্েথর জন্য তিনি ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১১’ লাভ করেন।