ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ
লেখক: আসিফ নজরুল, শরীফ ভূঁইয়া, মির্জা হাসান (সম্পাদক)
বিষয়: বাংলাদেশ, বইমেলা ২০২৪
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পটভূমি এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে এর অভিযাত্রা এই বইয়ের বিষয়বস্তু। ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ কালপর্বের সাক্ষী ও সক্রিয় অংশগ্রহণকারী। সে অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায় উঠে এসেছে এ বইয়ে।
বইয়ের বিবরণ
ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কালপর্বের প্রত্যক্ষদর্শী। কখনো নেপথ্যে আবার কখনো প্রকাশ্যে তিনি বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশে ভূমিকা রেখেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি ছিলেন বঙ্গবন্ধুর পক্ষের অন্যতম আইনজীবী। ১৯৬৯ সালে আইয়ুব খানের ডাকা গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধুর পক্ষে সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন। ১৯৭০ সালে আওয়ামী লীগের তরফে শাসনতন্ত্রের খসড়া প্রণয়ন এবং তার ভিত্তিতে পাকিস্তানিদের সঙ্গে আলোচনায়ও ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী। তাঁরই নেতৃত্বে প্রণীত হয় বাংলাদেশের বাহাত্তরের সংবিধান। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপনে বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। ইতিহাসের সেসব গুরুত্বপূর্ণ অধ্যায়—জানা-অজানা নানা তথ্য ও ঘটনা গ্রন্থভুক্ত কামাল হোসেনের দীর্ঘ দুটি সাক্ষাৎকারে সবিস্তার উঠে এসেছে। এ ছাড়া গ্রন্থের অন্য লেখকেরাও তাঁদের রচনায় নিজেদের অভিজ্ঞতার আলোকে ও বস্ত্তনিষ্ঠভাবে বাংলাদেশের জন্ম ও বিকাশে ড. কামাল হোসেনের অবদানের কথা তুলে ধরেছেন। আমাদের স্বাধীনতাযুদ্ধের পূর্বাপর ইতিহাস জানতে ও বুঝতে পাঠককে সহায়তা করবে এ বই।
- শিরোনাম ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ
- লেখক আসিফ নজরুল, শরীফ ভূঁইয়া, মির্জা হাসান (সম্পাদক)
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯৮৩৫০৩৫
- প্রকাশের সাল ২০২৪
- মুদ্রণ 1st published
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা ২২৪
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আসিফ নজরুল
জন্ম ১৯৬৬ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। ১৯৯৯ সালে লন্ডন থেকে আন্তর্জাতিক আইনে পিএইচডি করেন। জার্মানি ও ইংল্যান্ডে কাজ করেছেন পোস্টডক্টরাল ফেলো হিসেবে। সাপ্তাহিক বিচিত্রার সাংবাদিক হিসেবে খ্যাতিমান ছিলেন। কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। "নিষিদ্ধ কয়েকজন" উপন্যাসের এই আলোচিত লেখক দীর্ঘ বিরতির পর সৃজনশীল লেখালেখি করছেন গত কয়েক বছর ধরে। এরপর তাঁর অসমাপ্তির গল্প, বেকার দিনের প্রেম, উধাও ও ঘোর উপন্যাসগুলোও পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তাঁর নন-ফিকশন গ্রন্থের মধ্যে পিএইচডির গল্প, মানবাধিকার, সংবিধান বিতর্ক ইত্যাদিও বহুল আলোচিত। পুরস্কৃত হয়েছেন বণিক বার্তা ও রকমারি থেকে।