প্রতিক্রিয়াশীল শক্তি নারী সমাজকে যে অবরুদ্ধ, পশ্চাৎপদ ও সকল রকম অধিকার থেকে বঞ্চিত রাখার অপচেষ্টা করে, তাকে প্রতিহত করে মেয়েরা সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হযে উঠেছে. উনিবিংশ শতকে রোকেয়া সাখাওয়াত হোসেন অবরোধবাসিনীদের হযে নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। বেগম রোকেয়ার পূর্বেও বহু বঙ্গনারী সমাজে মাতৃকার স্বাধীনতার সংগ্রামে অস্ত্র ধারণ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। এই গ্রন্থে লেখিকা নারীর বর্তমান অবস্থার কারণসমূহ বিশ্লেষণ করে বাংলার নারী আন্দোলনের ইতিহাস সংক্ষিপ্ত অথচ বিশদরূপে উপস্থিত করেছেন।
বইয়ের বিবরণ
- শিরোনাম বাংলার নারী আন্দোলন
- লেখক মালেকা বেগম
- প্রকাশক The University Press Limited(UPL)
- আইএসবিএন 9789848815700
- প্রকাশের সাল 2010
- মুদ্রণ Reprint
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা 204
- দেশ Bangladesh
- ভাষা Bangla
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

মালেকা বেগম
জন্ম ১৯৪৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। পরে সমাজবিজ্ঞানেও স্নাতকোত্তর করেছেন। পিএইচডি (২০০৪) করেছেন একই বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজ সেন্টার থেকে পোস্ট ডক্টরাল (২০১১)। ষাটের দশকের শুরু থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ছাত্র ও নারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা। মহীয়সী নারী কবি সুফিয়া কামালের সাহচর্যধন্য এই নারীনেত্রী মুক্তিযুদ্ধেরও সক্রিয় সংগঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক। বর্তমানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও প্রধান। প্রকাশিত বইয়ের সংখ্যা ২৮।