বইয়ের বিবরণ

কাঠকয়লার ছবি একটি লস্ট আইডেনটিটির গল্প। পটভূমি একটি যুদ্ধশিশু ও চা বাগানের সেইসব মানুষ যাদের একদিন নিজ মাতৃভূমি থেকে জোর করে ধরে এনে চা শ্রমিক হিসেবে বাগানের কাজে লাগানাে হয়েছিলাে। তাদের মজুরি নির্ধারিত হয়েছিলাে ন্যূনতম হার তাদেরকে শুধুই বাঁচিয়ে রাখার তাগিদে যেন তারা শুধুই বেঁচে থাকে এবং ব্যাহত না হয় চা উৎপাদন। শতাব্দীরও বেশি সময় ধরে এভাবেই চলে আসছে এবং এখনও সেভাবে চলছে। এদের কাছে এসে দাঁড়ায় একটি যুদ্ধ শিশু। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে একজন শ্রমিক নারীর গর্ভে যার জন্ম। পিতা একজন পাকিস্তানি সৈনিক। জন্মের পরপরই অসুস্থ মাকে না দেখিয়ে শিশুটিকে দিয়ে দেওয়া হয় একটি বিদেশী দম্পতিকে যারা প্রবল মমতায় ছেলেটিকে বড় করে। একদিন পালক বাবা মা ছেলেটিকে তার জন্মের কথা বলে। ছেলেটি তার মাকে খুঁজতে আসে বাংলাদেশে। কিন্তু ততদিনে সে আক্রান্ত হয়েছে ঘাতক ব্যাধি এইডসে। তার পরও সমকামী ছেলেটি কারাে ভালােবাসা থেকে বঞ্চিত হয়নি। চা বাগানের শ্রমিকেরা তাকে আপন করে নেয়। বিমানবন্দরে তার সঙ্গে পরিচয় হয় রঞ্জনের। রঞ্জন উত্তেজনার বসে খুন করে তার প্রেমিকাকে। পুলিশ ওকে খোঁজে । ও চা বাগানের কোনাে একটি অখ্যাত এলাকায় পলাতক জীবনযাপন করে। ভালােবাসে একটি মেয়েকে। দুজনে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখে। কিন্তু মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। পুলিশের হাতে ধরা পড়ে রঞ্জন। আর দুলাল খুঁজে পায় ওর মাকে। চা শ্রমিকের জীবনে খানিকটুকু আনন্দ বইয়ে দেওয়ার জন্য ও আয়ােজন করে একটি উৎসবের। দুঃখ এবং আনন্দের ভেতরে জীবন এবং জীবনের চলমান ক্ষয়িষ্ণুতা যাদের প্রতিদিনের সম্বল তাদের জীবনকে কি শুধু একদিনের উৎসবে আনন্দময় করা যায়? এ উপন্যাসের মানুষেরা এই সত্যকে খুঁজে ফেরে। সত্য খুঁজে পাওয়া কঠিন। শুধু দুলালের সামনের দুটি সত্য ডেথ এবং আইডেনটিটির প্রশ্ন চা বাগান নামক মানুষেরও প্রশ্ন হয়।

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

সেলিনা হোসেন

জন্ম ১৪ জুন ১৯৪৭, রাজশাহী শহরে। ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে লেখালেখির সূচনা। প্রথম গল্পগ্রন্থ বেরোয় ১৯৬৯ সালে। অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে—উপন্যাস: গেরিলা ও বীরাঙ্গনা, দিনকালের কাঠখড়, হাঙর নদী গ্রেনেড, মগ্ন চৈতন্যে শিস, নীল ময়ূরের যৌবন, কালকেতু ও ফুল্লরা; গল্পগ্রন্থ: উৎস থেকে নিরন্তর, জলবতী মেঘের বাতাস, খোল করতাল প্রভৃতি। দেশে ও বিদেশের কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাঁর রচনা পাঠ্য। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও রাষ্ট্রীয় একুশে পদক। শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন দুবার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা থেকে ডি.লিট উপাধি পেয়েছেন।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন