পাকিস্তানি শাসকবর্গ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে চায়নি। বাংলা ভাষার সেই মর্যাদা আদায়ের দাবিতেই শুরু হয় ভাষা আন্দোলন। ১৯৪৮ সালে যার সূচনা, অনেক চড়াই-উতরাই পেরিয়ে ১৯৫২-এর ২১ ফেব্রুয়ারি রক্তাক্ত আত্মদানের ভেতর দিয়ে তা পরিণতি লাভ করে। সেই ভাষা আন্দোলনেরই পূর্বাপর ইতিহাস লিখেছেন ভাষাসৈনিক ও গবেষক আহমদ রফিক এ বইয়ে। সব বয়সী পাঠকের জন্যই বইটি।
বইয়ের বিবরণ
এ দেশে ভাষা নিয়ে বিতর্কের সূচনা বিশ শতকের চল্লিশের দশকের গোড়া থেকে। সেই বিতর্কের জের ধরেই ১৯৪৮-এর ভাষা আন্দোলনের সূচনা। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে চায়নি পাকিস্তানি শাসকবর্গ। এর বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ থেকে ১৯৪৮ সালে যে ভাষা আন্দোলনের সূচনা, তা-ই পরিণতি পায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে। ছাত্রসহ নানা স্তরের মানুষ এই আন্দোলনে অংশ নেন, আত্মদান করেন। আহমদ রফিক ভাষা আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী। প্রত্যক্ষদর্শীর সেই অভিজ্ঞতা থেকেই তিনি ভাষা আন্দোলনের বিভিন্ন পর্বের বিবরণ দিয়েছেন। ফলে সংক্ষিপ্ত হলেও এ বইয়ে পাঠক পাবেন এমন সব তথ্য, যা ভাষা আন্দোলনের পূর্ণ রূপটি তাঁদের কাছে মূর্ত করে তুলবে।
- শিরোনাম একুশের মুহূর্তগুলো
- লেখক আহমদ রফিক
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯২৭৪৩২২
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
আহমদ রফিক
জন্ম ১২ সেপ্টেম্বর ১৯২৯ কুমিল্লার শাহবাজপুরে। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। প্রাবন্ধিক, কবি ও কথাশিল্পী। উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ: ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা, আরেক কালান্তর, রবীন্দ্রভবনে পতিসর, ভাষা আন্দোলন, দেশভাগ: ফিরে দেখা ইত্যাদি। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য্য’ উপাধি।