ফররুখ আহমদ: জীবন ও সাহিত্য
লেখক: আবদুল মান্নান সৈয়দ
বিষয়: সাহিত্যিক, শিল্প, সংগীত ব্যক্তিত্ব, দ্বিতীয় দরজা
বইয়ের বিবরণ
কবি ফররুখ আহমদ। আয়ুষ্কাল অল্প । মাত্র ৫৬-৫৭ বছরের (১৯১৮-৭৪)। কিন্তু তারই মধ্যে তিনি বাংলা কবিতার এক প্রােজ্জ্বল কবি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। সেই তিরিশের দশকে বুলবুল ও মাসিক মােহাম্মদী পত্রিকায় তিনি প্রথম প্রকাশিত হয়েছিলেন। তারপর থেকে মৃত্যুকাল পর্যন্ত অবিশ্রাম কাজ করে গেছেন। বুদ্ধদেব বসু-সম্পাদিত প্রবাদপ্রতিম কবিতা পত্রিকায় লিখেছেন। প্রেমেন্দ্র মিত্র-সম্পাদিত প্রেম যুগে যুগে এবং সুকান্ত ভট্টাচার্য-সম্পাদিত আকাল সংকলনে তার কবিতা সেকালেই গৃহীত হয়েছে। অগ্রজ কবি শাহাদাৎ হােসেন, আবদুল কাদির ও জসীমউদ্দীনের স্নেহ অর্জন করেছেন তিনি। জীবকালে নানা সাহিত্যপুরস্কারে ভূষিত হয়েছেন। বিতর্কিতও ছিলেন বা আছেন আজো। ১৯৪৪ সালে প্রকাশিত সাত সাগরের মাঝি তাঁর। অসামান্য সৃষ্টি হিসেবে পরিগৃহীত হয়েছে। জীবৎকালের সর্বশেষ গ্রন্থ হাতেম তায়ী একটি মহাকাব্যিক মূল্যে অধিষ্ঠিত। জীবনভাের কবিতার বহুবিচিত্র রূপকল্পে ভ্রমণ করেছেন। আমাদের সাহিত্যের এই অবিস্মরণীয় কবির জীবনচরিত ও সৃষ্টিকর্মের পরিপূর্ণ আলেখ্য এই বইটি – ফররুখ আহমদ : জীবন ও সাহিত্য।
- শিরোনাম ফররুখ আহমদ: জীবন ও সাহিত্য
- লেখক আবদুল মান্নান সৈয়দ
- প্রকাশক সূচীপত্র
- আইএসবিএন ৯৮৪৭০০২২০১০৫৬
- প্রকাশের সাল ২০১৭
- মুদ্রণ 1st Published
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা ২৮০
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আবদুল মান্নান সৈয়দ
জন্ম ৩ আগস্ট ১৯৪৩, পশ্চিম বাংলার চব্বিশ পরগনায়। চার বছর বয়সে জন্মগ্রাম ছেড়ে আসেন। বড় হয়েছেন ঢাকা শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান) ও এমএ। সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। পরে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হন। কবিতা, কথাশিল্প, নাটক, প্রবন্ধ, গবেষণা, সমালোচনা, অনুবাদ, সম্পাদনা সব মিলে তাঁর বইয়ের সংখ্যা শতাধিক। উল্লেখযোগ্য কয়েকটি বই: প্রবন্ধ-গবেষণা—শুদ্ধতম কবি, করতলে মহাদেশ, সৈয়দ ওয়ালীউল্লাহ, নজরুল ইসলাম: কালজ কালোত্তর; কবিতা—জন্মান্ধ কবিতাগুচ্ছ, জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা, পরাবাস্তব কবিতা ; গল্প—সত্যের মতো বদমাশ, চলো যাই পরোক্ষে ; উপন্যাস—পরিপ্রেক্ষিতের দাসদাসী, কলকাতা, অ-তে অজগর। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, একুশে পদক। মৃত্যু ৫ সেপ্টেম্বর ২০১০, ঢাকা।