বইয়ের বিবরণ

গল্পগুলোতে জাদুবাস্তবতা ও পরাবাস্তবতার সঙ্গে যুক্ত হয়েছে ভায়োলেন্স— মানুষের মুখোশের আড়ালের চেহারাটা এমন করে উঠে এসেছে যে পাঠক পড়তে পড়তে শিউরে উঠবেন, প্রশ্নবিদ্ধ করবেন নিজেকেও । গল্পের পাশাপাশি সাইকো থ্রিলার জার একটি উপন্যাসিকায় মোজাফ্ফর ভায়োলেন্স দিয়ে ভায়োলেন্স প্রতিরোধের কণ্ঠস্বর তৈরি করেছেন ।

  • শিরোনাম নো ওম্যান'স ল্যান্ড
  • লেখক মোজাফফর হোসেন
  • প্রকাশক পাঞ্জেরী পাবলিকেশন্স
  • আইএসবিএন ৯৭৮৯৮৪৯৭৩১২২১
  • প্রকাশের সাল ২০২৩
  • মুদ্রণ 1st Edition 2023
  • বাঁধাই (হার্ডকভার)
  • পৃষ্ঠা সংখ্যা ১৯২
  • দেশ বাংলাদেশ
  • ভাষা বাংলা

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

মোজাফফর হোসেন

কথাশিল্পী-প্রাবন্ধিক ও অনুবাদক মোজাফ্ফর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগে কর্মরত। প্রধানত ছোটগল্পকার। পাশাপাশি সাহিত্য সমালোচক ও অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি আছে। ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার, ‘স্বাধীন দেশের পরাধীন মানুষেরা’ গল্পগ্রন্থের জন্য আবুল হাসান সাহিত্য পুরস্কার ও ‘তিমিরযাত্রা’ উপন্যাসের জন্য কালি ও কলম সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও ছোটগল্পের জন্য তিনি অরণি সাহিত্য পুরস্কার ও বৈশাখি টেলিভিশন পুরস্কারে ভূষিত হন। ছোটগল্প নিয়ে তাঁর ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ বইটি বাংলা সাহিত্যে অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। ই-মেইল: mjafor@gmail.com

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
৪(১)
  • (০)
  • (১)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন

বিনিয়ামীন পিয়াস

১১ Mar, ২০২৩ - ১০:৪৩ PM

স্যাটায়ার, মেটাফোর কিংবা ম্যাজিক রিয়েলিজমের মাধ্যমে আমাদের চেনা পরিবেশের গল্প-চরিত্রকে ফুটিয়ে তোলায় লেখকের কোনো তুলনা নেই। চেনা-অচেনা চরিত্রগুলোর মাঝেই বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন তার দর্শন, খুব সাবলীল কোনো বর্ণনা বা সংলাপেই বিশ্লেষণ করতে পারেন জটিল কোনো সামাজিক সমস্যার। একজন ভালো লেখকের সব গুণ তার লেখায় সূক্ষ্মভাবে চোখে পড়ে। এই বইয়ের গল্পগুলোতেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিটি গল্পেই ভাবনা উদ্রেক করার মতো অসংখ্য উপাদান ছিল, তবে আপনি যদি ভাবতে না-ও চান সমস্যা নেই, গল্পে আপনি মুগ্ধ হবেনই। পাঠককে গল্পের শুরু থেকে শেষ অবধি আটকে রাখার মতো পর্যাপ্ত 'রস' রয়েছে প্রতিটি গল্পেই। অনেকগুলো গল্প পড়তে গিয়ে কখনো মনে হবে না একটি চরিত্র বুঝি আগের কোনো এক গল্পের চরিত্রের ছায়া। এতটাই মৌলিক ও স্বয়ংসম্পূর্ণ প্রতিটি গল্প। তবে, বইয়ের একমাত্র উপন্যাসিকাটিতে অবশ্য বেশ কিছু অসংগতি চোখে পড়েছে৷ সময়োপযোগী ও দুর্দান্ত প্লট হওয়া স্বত্ত্বেও অনেক কিছুর অভাব যেন চোখে লেগেছে। যে সাবলীল ভঙ্গিমায় তিনি ছোটগল্পগুলো লিখেছেন সেটার অনেকটা অভাবই এখানে ছিল। অনেক ক্ষেত্রে গল্পের গতি হয়ে গিয়েছে খুব বেশি, যেখানটাতে লেখক চাইলে আরেকটু ধীরে-সুস্থে বর্ণনা করতে পারতেন। পুরো লেখাটি যদিও তিনি নাম পুরুষে বর্ণনা করেছেন, তবে হুটহাট কোনো কোনো প্যারায় দিনার চরিত্রটির জায়গায় 'আমি' অর্থাৎ প্রথম পুরুষ চলে এসেছে। এসব ভুলগুলো পরবর্তী সংষ্করণে ঠিক করা হবে বলে আশা করছি। বইটিতে মোট সতেরোটি গল্প ও একটি উপন্যাসিকা রয়েছে। সব মিলিয়ে, আমার কাছে বইটি যথেষ্ট ভালো লেগেছে। যেকোনো পাঠকের জন্যই বইটি সুখপাঠ্য হবে বলে আমার ধারণা।