বইয়ের বিবরণ
মঈন শেখের লেখালেখি দীর্ঘদিন ধরেই। কথা সাহিত্যে তার আসন বেশ দড়। বিশেষ করে গল্পের ক্ষেত্রে পাঠকের কাছে মঈন শেখের গ্রহণযোগ্যতা বেশ তৈরি হয়েছে বলা যায়। তবে বেশি করে আলোচনায় আসেন ‘কুসুম কথা’ উপন্যাস কলকাতার ‘দেশ’ পত্রিকার শারদীয় সংখ্যায় ছাপা হবার পর। পশ্চিম বাংলাতেও বেশ পরিচিত হয়ে উঠেন মঈন শেখ। পরে আনন্দ পাবলিশার্স এটি বই আকারে প্রকাশ করে। এরপর বাংলাদেশের ‘শব্দঘর’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ‘ফসলের ডাক’ উপন্যাস। অবশ্য এর আগেই দু’টি গল্পগ্রন্থ প্রকাশিত হয়ে গেছে তার। ‘যেতে যেতে পথে’ মঈন শেখের তৃতীয় গল্পগ্রন্থ। মঈনের গল্প উপস্থাপনের ঢঙ, ভাষাকে নিজের কব্জায় নিয়ে নিজের মত করে বুনন; অন্যান্য গ্রন্থে যেমন পাঠককে মুগ্ধতা দিয়েছে, এই গ্রন্থেও তার ব্যতিক্রম হবে না। ‘যেতে যেতে পথে’ গ্রন্থের সব গল্পই লেখকের চেনা জগতের গল্প, ভাষা নিজস্ব। কখনও কখনও লেখক নিজেও চরিত্র। এবার পাঠকের পড়ে দেখবার পালা।