বইয়ের বিবরণ
এখানে চারটি গল্প আছে, সবগুলো গল্প বাংলাদেশ, বাংলাভাষা সম্পর্কিত। আমাদের দেশবিভাগের বেদনা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এসব গল্পের প্রেক্ষিতে এসেছে। আমি কখনোই বিক্ষিপ্তভাবে কোনো গল্পগ্রন্থ বা কবিতাগ্রন্থ করি না। সোজা কথায়, আমার মনে হয়, এলোমেলো কয়েকটা ফুল গেঁথে দিলেই তোড়া বা মালা হয় না, সেটার একটা নন্দনতাত্ত্বিক সংযোগ লাগে। আমার কাছে, গল্প বা কাব্যগ্রন্থ সংকলন ধাঁচের নয়। মানে মুক্তিযুদ্ধর একটা গল্প, প্রেমের একটা গল্প, আরেকটা গল্প হয়তো অন্য কোনো বিষয়েরএইভাবে নানান বিষয় নিয়ে একটা বই করার মতো আকার পেয়ে গেলেই গল্প বা কবিতার বই করে ফেলা আমার ধাতে নেই। আমি একটা বইতে একটা নির্দিষ্ট বিষয় নিয়েই কাজ করি। এইটুকু কথাই বলার ছিল। গল্পের বইতে স্বাগতম।