সিনেমার একটা দল এসেছে আখাউড়ায়। সারা দিন বৃষ্টি, ওপেন করা যাচ্ছে না ক্যামেরা। দলে কোনো নায়ক-নায়িকা নেই। আছে খাঁচায় বন্দী এক ট্রাক কাক। ছবির ডিরেক্টর সুমন। একগুঁয়ে লোক। তার নিজস্ব এক দ্বীপের একমাত্র বাসিন্দা দিপা। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তরুণ।
বেঁটেখাটো মানুষটার জন্মগতভাবে বাঁ পায়ে সমস্যা। সঙ্গে জুটেছে স্থানীয় কিশোর বাবলু। রোগাপটকা বুকে সে স্বপ্ন পুষে রাখে। একপর্যায়ে এ দলে যুক্ত হয় সম্মোহনী শক্তির রহস্যময় এক মানুষ—সুলতান শেখ। আর আছে সুখপাখি, যার দেখা পেলে দুঃখ আর কখনো স্পর্শ করে না।
সুমন, তরুণ আর বাবলু—প্রত্যেকের জীবনই আজব কিছু ঘটনার যোগফল। সেগুলো এতই অদ্ভুত যে বিভ্রম বলে ভুল হয়। তাদের জীবনের পুরোটাই কি স্বপ্ন, নাকি ওরা বাস করছে অন্য কারও স্বপ্নে?
স্বপ্ন ও বাস্তবতার মায়াবী উপাখ্যানে আপনাকে আমন্ত্রণ।
বইয়ের বিবরণ
- শিরোনাম লোনলি অক্টোবর
- লেখক আলভী আহমেদ
- প্রকাশক প্রথমা প্রকাশন
- প্রকাশের সাল ২০২৩
- মুদ্রণ 1st published
- বাঁধাই হার্ডকভার
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
হারুকি মুরাকামি : সাক্ষাৎকার, বক্তৃতা ও স্মৃতিকথা
হারুকি মুরাকামি, আলভী আহমেদ
২৮০.০০ টাকা ৩৫০.০০ টাকা
আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন
Munia Rashid Chowdhury
১৯ Feb, ২০২৩ - ১১:৫০ PM
পড়ে শেষ করলাম এই বইমেলার ইচ্ছাতালিকায় শীর্ষে থাকা অন্যতম উপন্যাস "লোনলি অক্টোবর"। সিনেমার একটি দল এক ট্রাক কাক সঙ্গে নিয়ে এসেছে আখাউড়ায়। সুমন, তরুণ আর বাবলু- তিন বয়সী তিনটি চরিত্র আর তাদের জীবনের আজব কিছু ঘটনার যোগফল নির্ণয়ের চেষ্টা চলেছে পুরো উপন্যাস জুড়ে। লোনলি অক্টোবর ভিন্ন বয়সের, ভিন্ন ধরনের, ভিন্ন সামাজিক অবস্থাসম্পন্ন ভিন্ন ভিন্ন কিছু মানুষের গল্প। যাদের একজনের সাথে অন্যজনের জীবনের যোগসূত্র প্রকটভাবে নেই। তবু পৃথিবীর রহস্যময় খেলায় একদিন, কারো সাথে কারোর অনাকাঙ্ক্ষিতভাবে আবিষ্কৃত হয়ে যায় জীবনের লুকিয়ে থাকা কঠিন কোনো সংযোগ। আবার যার কাছে নিজের সবটুকু সমর্পণ করা যায়, তুচ্ছ কারণে একসময় তার সাথে তৈরি হয় সীমাহীন দূরত্ব। পক্ষান্তরে যে কিশোরের জীবন আটকে আছে একটা নির্দিষ্ট বৃত্তে অথচ যার বুকের মধ্যে সমুদ্র জয় করার স্বপ্ন। যার কখনো নিজের জগৎকে পাশ কাটিয়ে কখনো বৈচিত্র্যময় জীবন দেখা হয়নি তার ইচ্ছা অন্যরকম। দূরত্ব কিংবা সংযোগ যেকোনোটাকে আকড়ে ধরে সে হারিয়ে যেতে চায় অজানায়। নতুন কোনো অচেনা দ্বীপের বালুচরে কিংবা নীল জলরাশিতে উত্তাল আটলান্টিকের পাড়ে। পৃথিবীর সবার মধ্যেই চুপিচুপি বয়ে চলে একটা দুঃখের নদী। যা থেকে পরিত্রাণ চায় সবাই। উপন্যাসের চরিত্রগুলোও এর ব্যাতিক্রম না। তাই বইয়ে ক্ষণে ক্ষণে এসেছে সুখপাখির কথা। যে দিতে পারে সবাইকে দুঃখ থেকে মুক্তি। যার দেখা পেলে দুঃখ কখনো স্পর্শ করে না কাউকে। নতুনত্বকে আমি সবসময় কুর্নিশ জানাই। আমরা সাধারণত নামপুরুষে বা উত্তমপুরুষে বই পড়ে অভ্যস্ত। কিন্তু "লোনলি অক্টোবর" উপন্যাসটি লেখক অভিনব শৈলীতে লিখেছেন। ভিন্ন ভিন্ন চরিত্রের বয়ানে মূল গল্প ক্রমাগত এগিয়ে গেছে সুষম গতিতে। লেখার বেলায়, একজনের বয়ানে অন্য চরিত্রগুলোর জীবনের ঘটনাবলীর ধারাবাহিকতা ধরে রাখা বেশ কঠিন বলে আমার ধারণা। এই জায়গাটাতে লেখক আলভি আহমেদ যে দক্ষতা দেখিয়েছেন তা আলাদা প্রশংসার দাবিদার। পৃথক পৃথক চরিত্রগুলোর নিজেদের কথায় মূল উপন্যাসে কোনো ছন্দপতন ঘটেনি। তরুণের জীবনে আচমকা হানা দেওয়া নির্দয় সত্য, সুমনের বাস্তব জীবনের রোগ-শোককে তোয়াক্কা না করে নিজস্ব দ্বীপের স্বপ্নটায় মত্ত থাকা আর বাবলুর সমুদ্রকে জয় করার অদম্য ইচ্ছায় ঘর পালানোর পদক্ষেপে সুখপাখির কি কোনো ভূমিকা আছে? কিংবা সুখপাখি বলে কি সত্যি-ই কিছু আছে? যে অন্ধকার অরণ্য থেকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে আলো ঝলমল কোনো নগরীতে? প্রশ্নগুলোর উত্তর পাবেন বইটিতে। ছোট টাইমলাইনে, জীবনের একটি ক্ষুদ্র অংশ, কী সাবলীলভাবে একটি চমৎকার উপন্যাসে পরিণত হয়েছে তা জানতে হলে পড়তে হবে "লোনলি অক্টোবর" বইটি। বই- লোনলি অক্টোবর লেখক- আলভি আহমেদ প্রকাশনী- প্রথমা মুদ্রিত মূল্য- ৩৮০৳ #প্রথমাডটকম_কথাপ্রকাশ_বই_রিভিউ_প্রতিযোগিতা