এ বইয়ে মোট তেরোটি ছোটগল্প স্থান পেয়েছে। এর মধ্যে দশটি লেখা সাধু ভাষায়, এবং তিনটি লেখা চলিত ভাষায়। তবে সাধু ভাষার যে-রূপ গল্পগুলোতে পাওয়া যায়, সে-রূপ মহিউদ্দিন মোহাম্মদের নিজস্ব। পড়লে মনে হবে, তিনি শুধু গল্পই রচনা করেন নি; গল্পের জন্য আলাদা একটি ভাষাও নির্মাণ করেছেন। বাংলা সাধু ভাষার মতো ভারী ও অভিজাত একটি ভাষাও যে এতো সুবোধ্য আর রসালো হতে পারে, তা পাঠকমন্ডলী এ বইয়ে বিস্ময়ের সাথে আবিষ্কার করবেন।
গল্পগুলোর একটি সাধারণ পরিচিতি এখানে দেয়া প্রয়োজন মনে করছি, কারণ সব পাঠকের পঠনশক্তি সমান নয়। অনেক
কাঁচা পাঠক আছেন, যারা নাম পুরুষে বর্ণনা করা গল্পের ভাষ্যকারের কণ্ঠকে লেখকের নিজস্ব প্রাবন্ধিক কণ্ঠ মনে করে
তালগোল পাকাতে পারেন। গল্পের চরিত্রকে তারা গুলিয়ে ফেলতে পারেন লেখকের ব্যক্তিগত জীবনের সাথে। কেউ কেউ
প্রেক্ষাপট এবং দার্শনিক বোধ অনুধাবন করতে গিয়ে পরিচয় দিতে পারেন ব্যর্থতার। এ বইয়ের কোনো গল্পই কিচ্ছা-
কাহিনীসর্বস্ব নয়। অনেকটা অ্যাবস্ট্রাক্ট চিত্রকর্মের মতো। ধীরে লয়ে এর রস আস্বাদন করতে হবে। পাঠ করতে হবে
বারবার। প্রতি পাঠেই এগুলো ধরা দিতে থাকবে নতুন আঙ্গিকে। গল্পের কথকগুলোকে মনে হবে কালের গভীর থেকে উঠে
আসা কোনো দুখী কণ্ঠ, যারা অন্য কারও কলমে প্রাণ খুঁজে পায় নি।
বইয়ের বিবরণ
- শিরোনাম টয়োটা করোলা
- লেখক মহিউদ্দিন মোহাম্মদ
- প্রকাশক জ্ঞানকোষ প্রকাশনী
- প্রকাশের সাল 2023
- বাঁধাই হার্ডকভার
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন
User
২৫ Feb, ২০২৩ - ১২:৪৮ PM
ঠিক প্রচলিত ছোটগল্প নয়। যেন বর্ণনামূলক (narrative) ছোটগল্পের সাথে প্রবন্ধের কিছু কাঁচামাল মিশিয়ে দেয়া হয়েছে। অধিকাংশ লেখায় সাধুভাষার প্রয়োগ গল্পগুলোয় একটা চিরায়ত গন্ধ লেপে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের দ্বিতীয় গল্প "রাজপথের কথার" সাথে খানিকটা গঠনের মিল পাওয়া যায়। তবে এইগল্পগুলোয় লেখকের মুক্তচিন্তা, সামাজিক অসঙ্গতি, মানুষের স্বভাবের দ্বিচারিতা বেশ চিন্তাগ্রাহ্য হয়ে উঠে এসেছে। লেখকের মনে করেন, বাংলা সমৃদ্ধ সাহিত্য সৃষ্টিতে সাধুভাষার একটা মুখ্য ভূমিকা ছিল। এই ভাষাকে পুরোপুরি বর্জন করে সাধারণ মানুষের ভাষা দিয়ে সাহিত্য সৃষ্টি সম্ভব হলেও সেটা সাহিত্য মানের উৎকর্ষতায় উৎরাতে পারবে না। এক্ষেত্রে লেখকের বক্তব্য, "মানুষ আটপৌরে কথ্য ভাষাকে সাহিত্য ও জ্ঞানচর্চার ভাষা ভাবছে। শিল্প-সাহিত্যের শূণ্য গোয়ালে গরু সেজে হানা দিচ্ছে ছাগল।" বর্তমান সমকালীন সাহিত্যমানের দিকে নজর দিলে লেখকের বক্তব্যের সাথে পুরোপুরি দ্বিমত হওয়া কঠিন বৈকি। মোট ১৩ টি গল্প দিয়ে সাজিয়েছেন লেখক মহিউদ্দীন মোহাম্মদ নিজের 'টয়োটা করোলা' গল্পগ্রন্থটি। এগুলোর ভেতর ১০টি লিখেছেন সাধু ভাষায় আর তিনটি চলিত। তবে সাধু শুনে ভয় পাবার প্রয়োজন নয়। বঙ্কিমীয় সাধু ভাষা নয়। রবীন্দ্রনাথ যেমন নিজের জন্য সাধু ভাষার সংস্করণ তৈরি করে নিয়েছিলেন। লেখক মহিউদ্দীনও এই সাহসটি দেখিয়েছেন। বর্তমান সময়ের সাথে উপযোগী একটা সাধু ভাষার সংস্করণ উনি সৃষ্টির প্রয়াস করেছেন ওনার এই ১০ টি গল্পে। আমি সূচিপত্র অনুসরণ করে পড়িনি। নাম চিত্তাকর্ষক হওয়াতে প্রথমেই পড়ি "মানুষ ও বানরের পার্থক্য"। বানরদের আপাতদৃষ্টিতে বিশৃঙ্খলিত সমাজের ভেতরের শৃঙ্খলার সাথে তথাকথিত শৃঙ্খলিত মানবসমাজের তীব্র বিশৃঙ্খলাকে আঙুল দিয়ে ষ্পষ্ট দেখিয়ে দিয়েছেন লেখক। মানুষের বানরের সাথে নিজের আত্মীয়তা নিয়ে প্রশ্ন, তর্ক, দ্বন্দ থাকতে পারে কিন্তু বানরের মানুষ আত্মীয় হওয়া নিয়ে কোন মাথাব্যাথা নেই। "মসজিদের চিঠি" বেশ সাহসী একটা গল্প। ধর্মপ্রাণ অনেক মানুষকে গল্পটি দুভাবে নাড়া দিতে পারে। দুই ধরনের আবেগর হরমোন নিঃসরণ হতে পারে। পড়লেই একজন পাঠক বুঝতে পারবেন। বিস্তারিত নাইবা বললাম। খুব মোলায়েম একটা গল্প "আমাদের দাদী"। অনেকে বেগম রোকেয়ার ছাপ পেতে পারেন। তবে অন্যগল্প আগে পড়ার কারণে লেখকের নিজস্বতা বুঝতে অসুবিধা হবে না। "পাখির বাসা" গল্পটি এই গল্পগ্রন্থের একটু ব্যতিক্রমধর্মী গল্প। পড়তে পড়তে নারায়ণ স্যানালের "না মানুষের কাহিনীর" আর্টিক টার্নদের কথা মনে পড়ছিল। আবার খানিক আহমদ ছফার "পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ" বইটির স্মৃতি উস্কানি পাচ্ছিল। প্রকৃতির রূপ, সৌন্দর্য, আর নৃশংসতা নিয়ে সুন্দর একটা গল্প। এই একটা গুল্পেই সম্ভবত লেখক মানুষদের রেহাই দিয়েছেন। এইবার একটু সত্য সমালোচনা করি। লেখাগুলো বর্ণনামূলক হবার কারণে এক বসায় পড়তে গেলে বেশ একঘেয়েমি লাগবে। মনে একই ধরনের কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা শুধু। তাই আমার ব্যক্তিগত সাজেশন থাকবে কোন উপন্যাসের ফাঁকে ফাঁকে পড়ার। তাহলে বিরক্তি এড়িয়ে গল্পগুলির মূলকথা বোঝা সহজ হবে। যা বর্তমান সময়ের জন্য ভীষণ প্রাসাঙ্গিক। মুক্তচিন্তাকে সরাসরি ভরকেন্দ্র রেখে এমন গল্পলেখার ধারণাটা সত্যি নতুন। তবে লেখকের কাছে ক্ষুদ্র পাঠক হিসাবে আমার নিবেদন যে, এই ভাষা এবং ভরকেন্দ্রকে অটুট রেখে সংলাপযুক্ত একটি গল্পগ্রন্থ আমাদের উপহার দিবেন। #প্রথমাডটকমকথাপ্রকাশবইরিভিউপ্রতিযোগিতা