হিফয করতে হলে
লেখক: শাইখ আব্দুল কাইয়্যূম আস-সুহাইবানী, আকরাম হোসাইন (সম্পাদক)
বিষয়: ধর্ম, ইসলামি বই
বইয়ের বিবরণ
- শিরোনাম হিফয করতে হলে
- লেখক শাইখ আব্দুল কাইয়্যূম আস-সুহাইবানী, আকরাম হোসাইন (সম্পাদক)
- প্রকাশক সমকালীন প্রকাশন
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন
User
১০ Mar, ২০২৩ - ৭:২৭ PM
#প্রথমাডটকম_কথাপ্রকাশ_বই_রিভিউ_প্রতিযোগিতা বই পরিচিতি: বই: হিফয করতে হলে লেখক: শাইখ আব্দুল কাইয়্যূম আস-সুহাইবানী প্রকাশক: সমকালীন প্রকাশন মুদ্রিত মূল্য:১৪১ টাকা পোস্ট নং:৪  🖤🖤লেখক পরিচিতি: আব্দুল কাইয়্যূম িবনু মুহাম্মাদ ইবনি নাসির আস-সুহাইবানী ৮জুমাদিউল উখরা, ১৪২২হিজরী মদীনা মুনাওওয়ারা 🖤🖤সারাংশ: মুখস্থকরণের গুরুত্ব ও মাহাত্ম্য আকাশচুম্বি। একজন সফল ছাত্র ও সফল ব্যক্তি হতে হলে যেমন অত্যধিক পড়াশোনা ও অধ্যয়নের বিকল্প নেই, তেমনি তার অধ্যয়নকৃত জিনিস মুখস্ত করারও বিকল্প নেই। আমরা আমাদের মুসলিম জাতির ইতিহাসের দিকে লক্ষ করলে দেখতে পাই,মুখস্থকরণ মুসলিম জাতির ঐতিহ্য। মুখস্থকরণে মুসলিম জাতি যে-ইতিহাস সৃষ্টি করেছে, তা কখনও কোনো জাতি করতে সক্ষম হয়নি। এর প্রথম ভিত্তি স্থাপন করেন নবীজি (সা)। তার কাছে জিবরাঈল (আ) ওহী নিয়ে আসলে, তিনি তা মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেন। আল্লাহ তায়ালা তাকে বলে দেন,' আপনার তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই,মুখস্থ করানোর দায়িত্ব আমার।'রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীদের বিভিন্ন উপায়ে মুখস্থ করার প্রতি উৎসাহ উদ্দীপনা জোগাতেন। ❤❤🖤 ব্যক্তিগত রেটিং: ১০/১০। 🖤🖤বইটির পছন্দের কিছু লাইন: **মানুষের মধ্যে কতক লোক আল্লাহর পরিজন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, 'হে আল্লাহর রাসূল, তারা কারা?' তিনি বললেন, 'কুরআনের বাহকগণ আল্লাহর পরিজন ও বিশেষ বান্দা।' **তোমরা কুরআনের মাধ্যমে তোমাদের ঘর ও হৃদয় আবাদ করো। **যদি চামড়ার আবরণে কুরআন সংরক্ষিত থাকে এবং সেই চামড়া জাহান্নামে নিক্ষিপ্ত হয়, তবে তা পুড়বে না। ****তোমরা কুরআন তিলাওয়াত করো। কেননা, কিযামতের দিন তা তিলাওয়াতকারীর জন্য শাফায়াতকারী হিসেবে উপস্থিত হবে। 🖤🖤বইটি কেন পড়বেন...... কীভাবে পবিত্র কুরআন ও হাদীস সহজে মুখস্থ করা যায়, কীভাবে তা স্থায়ীভাবে ধারণ করা যায় এর সহায়ক উপায় সমূহ কী_, এসব নিয়ে চমৎকার আলোচনার সমাবেশ ঘটেছে মূল্যবান এই গ্রন্থখানিতে। 🖤🖤আলোচনা/সমালোচনাঃ বিশিষ্ট লেখক শাইখ আব্দুল কাইয়ূম ইবনু মুহাম্মাদ ইবনি নাসির হিফযের ক্ষেত্রে আমাদের প্রান্তিক ধারণা দূর করার জন্য এবং জ্ঞানের ভুবনে আমাদের অভিযাত্রাকে আরও গতিশীল ও অর্থপূর্ণ করার লক্ষ্যে 'হিফয' বইটি রচনা করেছেন। বইটিতে তিনি হিফযের পরিচয়,প্রকার, প্রয়োজনীয়তা,উপযুক্ত সময়, সহায়ক পদ্ধতি, বিস্মৃতির কারণ এবং এসব বিষয়ে পূর্ববর্তীদের প্রেরণামূলক ঘটনা সন্নিবেশিত করেছেন। আশা করচি, বইটি পাঠকের মধ্যে কুরআন-হাদীসসহ প্রয়োজনীয় সকল জ্ঞানমূলক বিষয় মুখস্থ করতে উদ্বুদ্ধ করবে। ❤🖤❤উপসংহার সব মিলিয়ে আমি বলতে পারি বইটি পাঠক-হৃদয়ে দাগ কাটবে এবং মুখস্থকরণ বিষয়ে এক গাইডলাইন হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ। 👉kanij Fatema Ripa 👈