মুক্তিযুদ্ধের চিকিত্সা ইতিহাস
লেখক: শাহাদুজ্জামান, খায়রুল ইসলাম
বিষয়: মুক্তিযুদ্ধ, স্বাস্থ্য, পরিচর্যা ও চিকিৎসা, ইতিহাস ও ঐতিহ্য, বইমেলা ২০২৩
বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক মাত্রা নিয়ে চর্চা হলেও তুলনামূলকভাবে অনালোচিত রয়েছে মুক্তিযুদ্ধকালীন চিকিত্সার মাত্রাটি। যুদ্ধকালে আহত, নিহত, পঙ্গুত্ব বরণ করা জনগোষ্ঠীর স্বাস্থ্য এবং চিকিত্সার ব্যবস্থা যুদ্ধেরই অংশ। এই গ্রন্থ মুক্তিযুদ্ধকালের সেই চিকিত্সাযুদ্ধেরই ইতিহাস।
বইয়ের বিবরণ
মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামের রাজনৈতিক ভূখণ্ডের অভ্যূদয়। বাংলাদেশকে বুঝতে, তার ভবিষ্যৎকে নির্মাণ করতে তাই মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা মাত্রাকে নিরন্তর সংরক্ষণ এবং বিশ্লেষণ প্রয়োজন। মুক্তিযুদ্ধের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক দিক নিয়ে চর্চা হলেও তুলনামূলকভাবে অনালোচিত রয়েছে মুক্তিযুদ্ধকালীন চিকিত্সা এবং স্বাস্থ্যবিষয়ক মাত্রাটি। যুদ্ধ সামরিক ও বেসামরিক মানুষকে এক নৃশংস পরিস্থিতির মুখোমুখি করে। মানুষ আহত, নিহত হন, বরণ করেন পঙ্গুত্ব। যুদ্ধকালে বিপদগ্রস্ত জনগোষ্ঠীর স্বাস্থ্য এবং চিকিত্সার ব্যবস্থা তাই যুদ্ধেরই অংশ। মুক্তিযুদ্ধকালের সেই চিকিত্সাযুদ্ধের ইতিহাস সন্ধানই এই বইয়ের লক্ষ্য। দীর্ঘদিনের নিবিড় গবেষণায় শাহাদুজ্জামান ও খায়রুল ইসলাম এ বইয়ে তুলে এনেছেন মুক্তিযুদ্ধের অনালোচিত সেই অধ্যায়। মুক্তিযুদ্ধের চিকিত্সা ইতিহাস গ্রন্থটি মুক্তিযুদ্ধচর্চায় একটি ব্যতিক্রমী সংযোজন।
- শিরোনাম মুক্তিযুদ্ধের চিকিত্সা ইতিহাস
- লেখক শাহাদুজ্জামান, খায়রুল ইসলাম
- প্রকাশক প্রথমা প্রকাশন
- প্রকাশের সাল ২০২২
- বাঁধাই হার্ডকভার
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
শাহাদুজ্জামান
শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে ঢাকায়। পড়াশোনা মির্জাপুর ক্যাডেট কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজে। নেদারল্যান্ডসের আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন চিকিৎসা নৃবিজ্ঞানে। পেশাগতভাবে তিনি চিকিৎসক হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে, পরে অধ্যাপনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অধ্যাপনায় যুক্ত আছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণ ও গবেষণার ক্ষেত্রে রয়েছে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। মাওলা ব্রাদার্স আয়োজিত কথাসাহিত্যের পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ কয়েকটি বিহ্বল গল্প (১৯৯৬)। কথাসাহিত্যে অবদানের জন্য ২০১৬ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। Email : zshahaduz@gmail.com
খায়রুল ইসলাম
চিকিত্সাশাস্ত্রে স্নাতক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আর স্নাতকোত্তর নিপসম ও বোস্টনে। ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর। প্রথমা প্রকাশিত বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ বইয়ের সম্পদনা পরিষদের সদস্য এবং প্রদায়ক। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত স্বাস্থ্য খাতের দুর্নীতিবিষয়ক বই এবং মুজিবপিডিয়ায় স্বাস্থ্য খাতের প্রদায়ক তিনি। E-mail : dr.khairul.islam@gmail.com
আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন
User
০৮ Feb, ২০২৩ - ৭:২৪ AM
ভিন্নধর্মী একটা বই। যা মুক্তিযুদ্ধের অজানা দিক জানার জন্য বেশ কার্যকরী।