বইয়ের বিবরণ
বেগম রােকেয়া মুসলিম নারী জাগরণের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। নারী শিক্ষা বিস্তারে তৎকালীন বঙ্গদেশে মুসলিম নারীদের মধ্যে তিনিই প্রথম আন্দোলনকারিণী। তিনি শুধু আন্দোলন করেই ক্ষান্ত হননি। মুসলিম সমাজের মেয়েদের বিদ্যাশিক্ষার জন্য একটি বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রতিষ্ঠিত বিদ্যালয়টি আজও কালের সাক্ষী হয়ে বর্তমান রয়েছে। তিনি শিক্ষার সুফল এবং সামাজিক কুসংস্কার সম্পর্কে মানুষকে অবহিত করার লক্ষ্যে সাহিত্য রচনায়ও হস্তক্ষেপ করেন।
বিবাহের পরে তিনি স্বামীর নামানুসারে মিসেস আর. এস. হােসেন এবং বেগম রােকেয়া শাখাওয়াত হােসেন নামেও পরিচিত ছিলেন। আমি তার জীবনালেখ্য এবং সাহিত্যকর্ম নিয়ে আলােচনা করতে যাচ্ছি। সেই লক্ষ্যে বেগম রােকেয়া গ্রন্থসমূহ সংগ্রহ করতে সক্ষম হলেও, জীবনচরিত বিষয়ক গ্রন্থাদি হাতের কাছে তেমন পাইনি। তবুও আমার সাধ্যমতাে তার নির্ভুল জীবনালেখ্য রচনার প্রয়াস পেয়েছি। এ-গ্রন্থপাঠে বেগম রােকেয়ার জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে কিছুটা জানার সুযােগ অবশ্যই হবে। পাঠক-পাঠিকার কাছে এ গ্রন্থ সমাদৃত হলে শ্রম সার্থক মনে করবাে।
- শিরোনাম মহিয়সী নারী বেগম রোকেয়া
- লেখক মুহাম্মদ হাবীবুর রহমান
- প্রকাশক জয় প্রকাশন
- আইএসবিএন ৯৮৪৭০১৫৪০১৬১৪
- প্রকাশের সাল ২০১৪
- মুদ্রণ 1st
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা ১২৭
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।