যুক্তফ্রন্ট সরকার বাতিলের পর ইউরোপে মওলানা ভাসানী ও তাঁর সঙ্গীদের নির্বাসিত জীবনই এই বইয়ের বিষয়। বইটি সে সময় বিপুল পাঠকপ্রিয়তা পেয়েছিল। সামরিক সরকার বইটি নিষিদ্ধ করেছিল। এর লেখককে কারাদণ্ড ভোগ করতে হয়। পাকিস্তানে সামরিক শাসন জারির প্রেক্ষাপট ও তৎকালীন বিশ্বরাজনীতি সম্পর্কে ধারণা লাভ করতে বইটি পাঠককে সাহাঘ্য করবে।
বইয়ের বিবরণ
১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী বিজয়ের পর পূর্ব বাংলা থেকে মওলানা ভাসানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে বার্লিনের পথে লন্ডনে গিয়ে পৌঁছায়। লেখক খোন্দকার মোহাম্মদ ইলিয়াস ছিলেন সেই প্রতিনিধিদলের একজন সদস্য। ইতিমধ্যে পাকিস্তান সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ও ৯২-ক ধারা জারি করে। মওলানা ভাসানীর দেশে ফেরার পথ বন্ধ হয়ে যায়। ভাসানী যখন ইউরোপে বইটিতে লেখক ইউরোপে থাকাকালীন তাঁদের বিচিত্র অভিজ্ঞতার বয়ান দিয়েছেন। পাশাপাশি পাকিস্তানে ষড়যন্ত্রের রাজনীতি এবং সমকালীন বিশ্বপরিস্থিতি, বিশেষ করে সাম্রাজ্যবাদী চক্রান্ত ও তার মোকাবিলায় বিশ্ব শান্তি আন্দোলনের ভূমিকা ইত্যাদি সম্পর্কে অনেক কৌতূহলোদ্দীপক তথ্য উপস্থাপন করেছেন। পাকিস্তান আমলে বইটি নিষিদ্ধ হয় এবং এর ইংরেজি অনুবাদের জন্য লেখককে কারাদণ্ডও ভোগ করতে হয়। উপন্যাসের ভঙ্গিতে লেখা কিন্তু ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ এই বইটি আগের মতোই পাঠকপ্রিয়তা পাবে বলে আমাদের ধারণা।
- শিরোনাম ভাসানী যখন ইউরোপে
- লেখক খোন্দকার ইলিয়াস মোহাম্মদ
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন 9789849300168
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।